বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি। মূল্যায়ন করতে সম্মেলনে করে কর্মীদের ভোটের মাধ্যমে দলীয় পদ দেওয়া হবে। তারাই বিএনপির আগামী দিনের কাণ্ডারি।’
শুক্রবার (২৫ জুলাই) কুমিল্লার চৌদ্দগ্রামে ছয়টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব। তারা দলের সম্পদ। বিগত দিনে দলকে ভাঙার জন্য অনেক চেষ্টা হয়েছে। অনেক সিনিয়র লিডাররা এ দিক সে দিক নড়েছেন কিন্তু আমাদের নেত্রী তৃণমূলের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
আপনারা দলের নেতৃত্ব দিয়েছেন। আপনারা ঠিক ছিলেন বিধায় দল ঠিক ছিল, দল শক্তিশালী হয়েছে। এক কথায়-তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির চালিকাশক্তি।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদাসহ প্রমুখ।
এমআর