যশরাজ ফিল্মসের বহুল আলোচিত স্পাই ইউনিভার্সে এবার যোগ দিচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মতো তারকাদের পর, ‘আলফা’ নামের এক নারীকেন্দ্রিক গোয়েন্দা ছবির মাধ্যমে স্পাই ইউনিভার্সে প্রবেশ করছেন তিনি। তবে সিনেমাটির মূল চরিত্রে আসার আগে ‘ওয়ার ২’-এর মাধ্যমেই আলিয়ার গোয়েন্দা এজেন্ট পরিচয় করিয়ে দিতে চায় যশরাজ ফিল্মস। আর সেই ইঙ্গিত মিলেছে ‘ওয়ার ২’-এর ট্রেলার প্রকাশের দিনই।
শুক্রবার ইনস্টাগ্রামে সিনেমাটির ট্রেলার শেয়ার করে আলিয়া লেখেন, “আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমাহলে।” এই পোস্টের পর থেকেই বলিউডে শুরু হয়েছে জল্পনা- তবে কি ‘ওয়ার ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হবেন আলিয়া ভাট?
বলিউডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবানির সঙ্গে এবার এক ঝলকে ধরা দিতে পারেন আলিয়াও। এতে তার চরিত্রটির নাম থাকবে ‘আলফা’- যা ভবিষ্যতে আলাদা একটি গোয়েন্দা ছবির কেন্দ্রীয় চরিত্রে পরিণত হবে।
এর আগেও যশরাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্সে নতুন চরিত্রের ইঙ্গিত বা সূচনা দিয়েছে বড় সিনেমাগুলোর মধ্যেই। যেমন শাহরুখ খান ও সালমান খানের চরিত্র একে-অপরের সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছিল ‘টাইগার’ ও ‘পাঠান’-এ। এবার ‘ওয়ার ২’ হয়ে উঠতে চলেছে সেই নতুন মোড়।
তবে ট্রেলারে কিয়ারা আডবানিকে যেভাবে মারপিটের দৃশ্যে দেখা গিয়েছে, আলিয়াও যদি এমন অ্যাকশন দৃশ্যে উপস্থিত হন, তবে তা দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে চলেছে বলেই মনে করছেন বলিউড বিশ্লেষকেরা।
আসন্ন ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে হৃতিক ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’। এখন দেখার পালা, সত্যিই কি দর্শক এই সিনেমায় আলিয়া ভাটকে গোয়েন্দা চরিত্রে দেখার সৌভাগ্য পাবেন, নাকি তার জন্য অপেক্ষা করতে হবে ‘আলফা’-র মুক্তি পর্যন্ত।
কেএন/টিএ