ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে ব্যাট হাতে নামলেন জো রুট সেই সাথে আবারও এলোমেলো করে দিলেন ইতাহসের লেখা। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তিনি পেছনে ফেললেন ইতিহাসের সেরা কিছু রথী-মহারথীকে।
এই ইনিংস শেষে রুটের টেস্ট রান এখন ১৩,৪০৯। যা তাকে পৌঁছে দিয়েছে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে।
কেবল ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার (১৫,৯২১) এখন রুটের সামনে। গতকাল ১৫০ রান করার পথে তিনি টপকে গেছেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) এবং রিকি পন্টিংকে (১৩,৩৭৮)।
৩৮টি টেস্ট সেঞ্চুরির মালিক রুট। এই সংখ্যায় তিনি এখন কুমার সাঙ্গাকারার পাশে।
আর সেঞ্চুরির সংখ্যায় তার ওপরে আছেন কেবল তিনজন। টেন্ডুলকার (৫১), ক্যালিস (৪৫) ও পন্টিং (৪১)।
ফিফটি-প্লাস ইনিংসেও রুট নিজের নাম খোদাই করেছেন সেরা তালিকায়। ১০৪টি ফিফটি-প্লাস ইনিংস নিয়ে তিনি পেছনে ফেলেছেন ক্যালিস ও পন্টিংকে।
যাদের রয়েছে ১০৩টি করে ইনিংস। এই তালিকায় শীর্ষে আছেন টেন্ডুলকার। তার ফিফটি-প্লাস ইনিংস সংখ্যা ১১৯।
এফপি/ টিএ