কাজ, সংসার, সন্তান সবকিছু সামলেই নিজের অভিনয়জীবনে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ থেকে শুরু করে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ প্রতিটিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গৃহপ্রবেশ’ এ তাঁর পারফরম্যান্স নিয়ে দর্শক ও সমালোচক মহলে ইতিমধ্যেই প্রশংসার ঝড় উঠেছে। সামনে রয়েছে ‘ধূমকেতু’ মুক্তির অপেক্ষা।
এত ব্যস্ততার মধ্যেও কাজের প্রতি দায়বদ্ধতা এতটুকু কমেনি শুভশ্রীর। শুক্রবার রাতে তিনি নিজেই জানান, বর্তমানে তিনি নাইট শিফট করছেন। দিনভর সিনেমার প্রচার ও সাফল্যের অনুষ্ঠানে যোগ দিয়ে রাতভর নতুন প্রজেক্ট নিয়ে কাজ সবকিছু সামলে নিচ্ছেন একাই।
এই নতুন কাজ ‘অনুসন্ধান’ নামের একটি সিরিজ। পরিচালনায় অদিতি রায়। নারীকেন্দ্রিক এই সিরিজে এক দাপুটে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। গল্পের প্রেক্ষাপট এক নারী সংশোধনাগার, যেখানে বারবার রহস্যজনকভাবে বন্দিনীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে। অথচ সেখানে কোনো পুরুষ প্রবেশের অনুমতি নেই। এই বিভ্রান্তিকর ঘটনার সুরাহা করতেই অনুসন্ধানে নামবেন শুভশ্রীর চরিত্রটি।
এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবেই নাইট শিফট করছেন শুভশ্রী। চিত্রনাট্য নিয়ে রাতভর প্রস্তুতি নেওয়ার সেই মুহূর্তের ছবিও নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে শুধু লিখেছেন‘নাইট শিফট’।
‘পরিণীতা’ ছবির পর থেকে শুভশ্রী যেন নিজেকে ভেঙে নতুনভাবে নির্মাণ করেছেন। বাণিজ্যিক ছবির পাশাপাশি তিনি এখন অফবিট সিনেমারও পরিচিত মুখ। কখনও অন্তঃসত্ত্বা স্ত্রী, কখনও বৃদ্ধা মা, আবার কখনও প্রতিবাদী প্রেমিকা সব চরিত্রেই অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।
পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন, “শুভশ্রী এখন যে জায়গায় দাঁড়িয়ে, ওঁর কাঁধে বাংলা সিনেমার দায়িত্ব চাপতে চলেছে। এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।”
এই মন্তব্য যেন আরও একবার প্রমাণ করে দেয়, কেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আজকের টলিউডের অন্যতম শক্তিশালী মুখ।
এমকে/টিকে