প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুটা ভালো হয়নি লিভারপুলের। এসি মিলানের কাছে তারা হেরেছে বড় ব্যবধানে।
হংকংয়ে শনিবার (২৬ জুলাই) লিভারপুলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে মিলান।
এদিন ম্যাচের শুরুতে দিয়োগো জোটার সম্মানে মাঠে পুষ্পস্তবক রাখেন লিভারপুলের সাবেক ম্যানেজার কেনি ডালগ্লিশ। প্রয়াত সতীর্থের সম্মানে এদিন লিভারপুলের সকল খেলোয়াড় ‘দিয়োগো জে ২০’ লেখা জার্সি পরে খেলতে নামেন। জার্সির পেছনে অবশ্য তাদেরই নাম ছিল, প্রয়াত সতীর্থের নাম ছিল সামনের অংশে। গত ৩ জুলাই স্পেনের থামোরায় এক গাড়ি দুর্ঘটনায় মারা যান জোটা ও তার ভাই সিলভা। লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন জোটা।
প্রিমিয়ার লিগের দলবদলের ইতিহাসে সর্বোচ্চ দামে কেনা ফ্লোরিয়ান উইর্টজকে নিয়ে এদিন মাঠে নামে লিভারপুল। ম্যাচ শুরুর দশম মিনিটেই তারা পিছিয়ে পড়ে। ক্রিস্টিয়ান পুলিসিকের পাস দখলে নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান রাফায়েল লিয়াও। ১৫ মিনিট পর দলকে সমতায় ফেরান ডমিনিক সোবোসলাই। এনগুমোহার পাস বক্সের কোনায় পেয়ে দারুণ এক বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি।
বিরতির পর ফের লিড নেয় মিলান। লিয়াওয়ের পাস দখলে নিয়ে বক্স থেকে লিভারপুলের গোলরক্ষককে পরাস্ত করেন রুবেন লফটাস-চিক। ছয় মিনিট পর ব্যবধান বাড়ান নোয়াহ ওকাফোর। সায়েলামাকার্স ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে পাস দেন ওকাফোরকে। জোরালো শটে জাল কাঁপান তিনি।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইব্রাহিম কোনাতের ক্রস বক্সে পেয়ে হেডে জালে জড়ান কোডি গাকপো। পরের মিনিটে আবার লিভারপুলের জালে বল জড়ান ওকাফোর। তাতে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।
প্রাক মৌসুম প্রস্তুতির দ্বিতীয় ম্যাচে বুধবার (৩০ জুলাই) জাপানের ক্লাব ইওকোহামার মুখোমুখি হবে লিভারপুল।
টিকে/