আওয়ামী লীগের অফিস দখলের মতো কাজ কোনো সভ্য দেশে করা যায় না : আবদুন নূর তুষার

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস দখলের মতো প্রক্রিয়া কোনো সভ্য দেশে করা যায় না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। সম্প্রতি মাসুদ কামাল সঞ্চালিত ‘অন্য মঞ্চ’ নামক একটি আলোচনায় এসব কথা বলেন তিনি।

আব্দুন নূর তুষার বলেছেন, ‘কেউ যদি ক্রিমিনালও হয়, কোনো সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয়, এই ধরনের সম্পত্তির অধিকার নিতে গেলে এটাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। আইনি লড়াই করতে হবে।

বাজেয়াপ্ত করার নির্দেশ পেতে হবে এবং তার পেছনে যথেষ্ট পরিমাণে যুক্তিতর্ক থাকতে হবে। যদি আদালত এটাকে বাজেয়াপ্ত করার নির্দেশও দেন, এটা নিয়ে আপিলে যাওয়া যাবে। মানে এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া।’

তিনি বলেন, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, যে সংগঠন সম্পূর্ণ ভূঁইফোড়, যাদের আমরা কেউ চিনি না।

অথচ এটা একটা ইনস্টিটিউট। তার মানে এটা শুধু একটা প্রতিষ্ঠানই নয়, এখানে কিছুটা গবেষণা হয়। কিছুটা শিক্ষাদান হয়। কিছুটা পাঠদান হয়।

এটার নিজেরই তো একটা ঠিকানা থাকার কথা। মানে সে তো এই বাড়িটা দখল করেই প্রথমে এটা বানাচ্ছে না। নিশ্চয়ই ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে। এটার নিশ্চয়ই রেজিস্ট্রেশন আছে। এটা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে অনুমতি আছে।

সেগুলা কিছু না থাকলে এ রকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখলপ্রক্রিয়া। এটা দখল করা হচ্ছে। এখন কোনো সভ্য দেশে করা যায় না। কোনো সভ্য সমাজেও এটা করা যায় না।’

তিনি আরো বলেন, ‘আপনি যদি একটা গ্রামে ঢুকে কোনো একটা জমিতে কিছু করতে শুরু করেন, প্রতিবেশীরা প্রশ্ন করবে, আপনি জমিতে কিভাবে এলেন? আপনি কি এটা কিনেছেন? নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন? নাকি কেউ দান করেছে? নাকি এটা খাসজমি? সরকার অনুমোদন দিয়েছে? আপনি পারবেন না। একটা জলাভূমিও আপনি নিতে পারবেন না। এভাবে বাংলাদেশের আইনে রয়েছে।’

আব্দুন নূর তুষার বলেন, ‘সেখানে বঙ্গবন্ধু এভিনিউতে এত বছর ধরে বৃহৎ একটা রাজনৈতিক দল ব্যবহার করছে, যদিও তার কার্যক্রম এখন স্থগিত বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারবে কি না, সেটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সম্পত্তিটা তো তাদের। কেউ ধরেন, মরে গেলে তার সম্পত্তি দখল করা না। কেউ যদি নির্বাসনে চলে যায় তাহলে তার সম্পত্তি দখল করা না যায়। বহু বছর আগে যারা এখানে সম্পত্তি ফেলে ভারতে বা পাকিস্তানে চলে গিয়েছেন, তাদের সম্পত্তি নিয়েও যদি নানা রকম আপত্তি থাকে বা অধিকারের লড়াই থাকে, তাহলে এটা তো আমি মনে করি যে অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে।’

তিনি বলেন, ‘এটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। এই প্রশাসন আসলে ত্রিচারী। এটা দ্বিচারিতাও বলব না। একদিকে তারা ন্যায়নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন। আরেক দিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন। আরেক দিকে তারা দেশের যে আইনের শাসন এবং দেশের যে সংবিধান, অন্য বিষয়গুলো আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। এ রকম লুটপাট, ভাঙচুর, সম্পত্তি দখল ভুয়া অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে যাওয়া এগুলো তারা করছেন। এটা এক ধরনের ত্রিচারিতা। যেমন ধরেন এনসিপি নিবন্ধন নেই। তারা এটার পেছনে দাঁড়িয়েছে। এই ইনস্টিটিউটের কোনো ঠিকানা নেই। এটাকে কেউ বাধা দিচ্ছে না।’


 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় দল নির্বাচনে নিয়ম ও পদ্ধতি থাকা উচিৎ : বিসিবি সভাপতি Jul 27, 2025
img
ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল: আপিল বিভাগ Jul 27, 2025
img
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে থেমে গেছে জনজীবন Jul 27, 2025
img
শুটিং শেষ ‘বর্ডার ২’-এর,আবেগে ভাসলেন দিলজিৎ দোসাঞ্জ Jul 27, 2025
img
চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন Jul 27, 2025
img
বিএনপির ১ বছরে আয় বেড়েছে সাড়ে ১৪ কোটি টাকা Jul 27, 2025
img
লিটনদের ছক্কা হাঁকানো শেখাতে ঢাকায় আসছেন জুলিয়ান উড Jul 27, 2025
img
শাহরুখ-আমিরদের পেছনে ফেলে আইএমডিবির শীর্ষে আহান পান্ডে Jul 27, 2025
img
এখনকার তুলনায় ২০-২৫ বছর আগে ব্যাটিং দ্বিগুণ কঠিন ছিল: পিটারসেন Jul 27, 2025
img
মার্কিন শুল্ক ইস্যুতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা Jul 27, 2025
img
সালার ২: প্রভাসের বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বীর প্রত্যাবর্তন Jul 27, 2025
img
শিক্ষক-ছাত্রীর স্মৃতিতেই ধরা পড়ল বিনোদনের এক অন্য গল্প Jul 27, 2025
খামেনির হুঁশিয়ারি: শত্রুর আঘাতেই বেগবান হবে তেহরান Jul 27, 2025
সব সম্পদ দিয়েও কেনা যাবে না প্রসিকিউশন টিমকেঃ তাজুল ইসলাম Jul 27, 2025
সাংবাদিকের মুখে যে প্রশ্ন বার বার শুনতে চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা! Jul 27, 2025
"12th Fail" কোটি টাকার সিনেমা, জিরো বাজেটে বানালো জাবি'র জিসান! Jul 27, 2025
যে ৩টি কাজ করলে আপনি জান্নাতে যাবেন Jul 27, 2025
img
চাঁদাবাজির সময় আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি Jul 27, 2025
img
ট্রেলারে নজর কাড়লেন বিজয়, বাড়ছে প্রত্যাশার পারদ Jul 27, 2025
img
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১০ আগস্ট Jul 27, 2025