খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে : উমামা ফাতেমা

চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা। গতকাল শনিবার রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাড়িতে চাঁদা চাইতে গেলে গুলশান থানা পুলিশ তাদের হাতেনাতে আটক করে। এরই মধ্যে তিনজনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিকে চাঁদাবাজি করতে গিয়ে আটক ছাত্র নেতাদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আটক পাঁচজনের একটি ছবি শেয়ার করে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন উমামা ফাতেমা।

পোস্টে তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্বার্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমিই সবথেকে কম আশ্বর্য হয়েছি। এই ছেলেগুলাকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে মিছিল-মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত, বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীনভাবে তাদের বিরুদ্ধে ছিল।’

তিনি আরও লেখেন, ‘এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল। আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের ওপর পাল্টা চড়াও হয়। ঐ ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে।

আমি জেনে তখন মোটেও অবাক হইনি, কারণ ততদিনে বৈষম্যবিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনাই সর্বোত্র টের পাওয়া যেত। ঠিকই তারা রূপায়ন টাওয়ারে অবাধে আসা যাওয়া করত। কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিনড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিনেশেষে এক্সেস করে নেয়। আজকে এতমাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাইনা কোনো?! যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে।

তিনি বলেন, ‘আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে।’

তিনি আরও বলেন, ‘ইশ! মানুষ কত নিঃষ্পাপ! সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করল?! অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘ব্যবসা নয়, দেশভক্তি আগে’, এশিয়া কাপে পাকিস্তানকে চান না সাবেক পেসার শ্রীশান্ত Jul 27, 2025
img
৯ দিনেই ২০৮ কোটির ঘরে, ‘সাইয়ারা’ ছুঁয়েছে ব্লকবাস্টারের মাইলফলক Jul 27, 2025
img
যুক্তরাষ্ট্রের করিডোর প্রস্তাবে সরাসরি না আর্মেনিয়ার Jul 27, 2025
img
যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের Jul 27, 2025
img
'আমার ছেলেও এখন তার বাবাকে পছন্দ করে না, তার সবকিছুই আমি' Jul 27, 2025
img
নেপাল-নেদ্যারল্যান্ডসসহ ৫ দলের সঙ্গে সিরিজ খেলার আলোচনায় বিসিবি Jul 27, 2025
img
এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান Jul 27, 2025
img
টেস্টে 'ওয়ারড্যাডি' স্টোকস, অনুপ্রেরণা ব্র্যাড পিট Jul 27, 2025
img
৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্ন করতে পারব: আলী রীয়াজ Jul 27, 2025
img
৮ দফা দাবি জানিয়ে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা Jul 27, 2025
img
এক ইঞ্চি জায়গা আমরা পরাধীন হতে দেব না : আখতার Jul 27, 2025
img
অ-১৫ পুরুষদের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ নারী দল Jul 27, 2025
img
পাবনায় সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি Jul 27, 2025
img
যে তরুণরা মাথার মুকুট ছিল, এখন তাদের নিয়ে অভিযোগ কেন : রাশেদ Jul 27, 2025
img
ফাইনালে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ওয়াফকন চ্যাম্পিয়ন নাইজেরিয়া Jul 27, 2025
img
বিএনপির ব্যয়ের তুলনায় আয় তিনগুণ Jul 27, 2025
img
রাজউকের ড্যাপ বাতিলসহ চার দফা দাবি স্থপতি ইনস্টিটিউটের Jul 27, 2025
img
‘শহীদের সঙ্গে বেইমানি হবে না’, বলেই পদত্যাগ কেয়ার Jul 27, 2025
img
সুন্দরবনে কাঁকড়া চুরি, কোস্টগার্ডের অভিযানে জব্দ ৭০০ কেজি Jul 27, 2025
img
ফুটবল বিশ্বকাপে ফের মেসি, এএফএ দিলো সুসংবাদ! Jul 27, 2025