নতুন করে ৩০ জন ম্যাচ রেফারিকে নিয়ে গতকাল (শনিবার) থেকে শুরু হয়েছে বিসিবির প্রশিক্ষণ এবং কর্মশালা। যেখানে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররাও অংশ নিয়েছেন। তাদের প্রশিক্ষণ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এসএম রকিবুল হাসান এবং নিয়ামুর রশিদ রাহুল। আজও (রোববার) চলবে এই কর্মশালা।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যাচ রেফারি বা আম্পায়ার নিয়ে কথা বলেছেন রকিবুল। জানিয়েছেন সাবেক ক্রিকেটার বা প্রথম শ্রেণির ক্রিকেটার হলে সুবিধার কথা। রকিবুল বলেন, ‘ম্যাচ রেফারির দুই-একটা কোর্স আমাদের হয়ে গেছে। কিন্তু এবার আমরা যেটা করলাম মিঠু, আমি এবং আমাদের সভাপতি মিলে- আপনাকে জাতীয় দলের কিংবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন এরকম কেউ হতে হবে।’
‘কারণ একটা খেলোয়াড় যখন খেলতে নামে এবং সে যখন দেখে ম্যাচের আম্পায়ার সাবেক টেস্ট ক্রিকেটার কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটার- তখন আম্পায়ারের প্রতি তার সম্মান বেড়ে যায় এবং আম্পায়ারকে সে তখন সমীহ করে। ম্যাচ কন্ট্রোল করতে তখন প্রথম থেকেই একটা বাড়তি সুবিধা থাকে’, আরও যোগ করেন তিনি।
পরে মাহমুদউল্লাহ রিয়াদের চলমান কোর্সে যোগ দেওয়ার প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এটা আসলে গ্রহণ করার বিষয় না। তার কথা হচ্ছে আমি আরও কয়েকদিন খেলব...। ও (মাহমুদউল্লাহ রিয়াদ) আরও কয়েকদিন স্থানীয় লিগ খেলতে চায়। আমার সঙ্গে ওর কথা হয়েছে…(খেলোয়াড়ী) ক্যারিয়ার শেষ হলে এটা শুরু হবে। খেলোয়াড়ি জীবনে তো আপনি ম্যাচ রেফারি হতে পারবেন না। সে জন্য কোর্সে আসেনি।’
কেএন/টিকে