আদালত প্রাঙ্গণে ‘চাঁদাবাজ’ স্লোগান, মাথা নিচু বৈষম্যবিরোধী ৪ ছাত্রনেতার

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার এক শিশুকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন- সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।

রোববার (২৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকেল ৪টা ৫ মিনিটের দিকে তাদের একটি প্রাইভেটকারে করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাদের সরাসরি সিএমএম আদালতের চারতলায় জিয়াদুর রহমানের আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় তাদের দেখে আদালত প্রাঙ্গণে ‘চাঁদাবাজ’ ‘চাঁদাবাজ’ বলে স্লোগান দেন উপস্থিত লোকজন ও আইনজীবীরা। চাঁদাবাজ স্লোগান শুনে মাথা নিচু করে রাখেন গ্রেপ্তার এই ছাত্রনেতারা।

তাদের আসামির কাঠগড়ায় রাখা হলে আইনজীবীদের সাথে কথা বলেন। এসময় ইব্রাহিম তার আইনজীবীকে বলেন, আমরা চাঁদা চাইনি। সেখানে আওয়ামী লীগের দোসর আছে একথা জানিয়ে পুলিশকে ফোন দেয়। তারা বলে ফোর্স পাঠাচ্ছে, কিন্তু পাঠায়নি। সিয়াম বলেন, আমরা ওই বাসায় যায়নি। নিচে দাঁড়িয়ে ছিলাম। ৪ টা ১৭ মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন। তখন আদালতে কিছুটা বিশৃঙ্খলা, চিল্লাচিল্লি শোনা যায়। তখন বিচারক বলেন, আমরা হিয়ারিংটা শুনি। হট্টগোল করা যাবে না।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেছুর রহমান অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। তিনি আদালতকে জানান, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে কোনো গডফাদার জড়িত আছে কি না তা যাচাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন।

রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে এই চারজনকে কুলাঙ্গার দাবি করে তিনি বলেন, ওদের এতো কম বয়স, কেন ওদের কোটি কোটি টাকা দরকার।
শামছুদ্দোহা সুমন বলেন, ৫ আগস্টের পর থেকে এই চক্রসহ বহুলোক ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরাসহ অভিজাত এলাকায় কে, কোন এলাকায় অবস্থান নিচ্ছে তার খবর নিতো। পরে ওই বাসায় গিয়ে চাঁদা দাবি করতো। তারা নিজেরা চাঁদাবাজি করে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করতেন। ওই বাসা সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের। তিনি বাসায় নেই। তার স্বামী ওই বাসায় থাকেন। তাদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টা এমন না যে বাকী দিনগুলো তারা চাঁদাবাজি করেনি। কত কোটি টাকা চাঁদা নিয়েছে রিমান্ডে নিলে জানা যাবে।

তিনি বলেন, তারেক রহমানকে চাঁদাবাজ সাব্যস্ত করে তারা হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি। এরা কুলাঙ্গার। এদের রাজনীতি করার অধিকার নেই। ওদের এতো কম বয়স, কেন ওদের কোটি কোটি টাকা দরকার।

এসময় বাদী ও রাষ্ট্র পক্ষে সহযোগিতা করে বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী বলেন, আগে এদের খাওয়ার টাকা ছিল না। এখন কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। তারা আশা করেন, চাঁদাবাজদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুল কাদের ভূঁইয়া রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, চাঁদাবাজ ও অন্যায়ের পক্ষে কেউ থাকতে পারে না। আমার একটাই বক্তব্য, ওই বাসায় যাওয়ার আগে ওনারা (আসামিরা) থানায় ফোন দিয়েছিলেন। যদি পুলিশকে ফোন দিয়ে থাকে তাহলে বিষয়টা ভিন্ন। আমরা চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর পরিবেশ, আমাদের সন্তানদের জন্য চাই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

এরপর তাদের এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময়ও আইনজীবীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আসামিদের চড়-থাপ্পড়ও মারেন আইনজীবীরা। পরে দ্রুত তাদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে ওই শিশুকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত আলী।

এর আগে রোববার শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন- কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই সকাল ১০ টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও পাঁচ লাখ টাকা প্রদান করেন। এ ঘটনার পর গত ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আসামি রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। পরে ২৬ জুলাই বিকেল সাড়ে ৫ টায় আসামি রিয়াদের নেতৃত্বে অপরাপর আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন বলে হুমকি দিতে থাকেন। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করে এবং ঐ সময় এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে : আখতার হোসেন Jul 27, 2025
img
মুন্সীগঞ্জের কারাগারে বন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার Jul 27, 2025
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ Jul 27, 2025
পুলিশ কমিশন কি গঠন করা হচ্ছে? যা বললেন ফুয়াদ Jul 27, 2025
img
দেশটা কারো বাপের সম্পত্তি না: শবনম ফারিয়া Jul 27, 2025
img
তৃতীয় দফা শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল Jul 27, 2025
img
অব্যবস্থাপনায় ঢাকার তাপমাত্রা বেড়েছে ৩-৫ ডিগ্রি Jul 27, 2025
img
‘অ্যানিম্যাল’ পরিচালকের 'স্পিরিট'-এ জুটি বাধছেন প্রভাস-তৃপ্তি Jul 27, 2025
img
নিজের নামের আগে ‘মেগাস্টার’ তকমা পছন্দ করেন না দেব Jul 27, 2025
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন Jul 27, 2025
img
দক্ষিণের ব্যর্থতার পর বলিউডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শ্রীলীলার Jul 27, 2025
img
দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা Jul 27, 2025
img
টাঙ্গুয়ার হাওরে অবৈধ হাউসবোট জব্দের আইনি নির্দেশ Jul 27, 2025
জ্যাকলিনের জন্য জেলে বসেই কোটি টাকার পরিকল্পনা! Jul 27, 2025
ইনুর 'টয়লেট' নিয়ে অভিযোগে বিচারকের তিরস্কার Jul 27, 2025
img
‘কাইথি ২’-তে যোগ দিচ্ছেন আনুশকা শেট্টি Jul 27, 2025
img
জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে : ফারুকী Jul 27, 2025
img
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান Jul 27, 2025
img
লক্ষ্মীপুরের কমলনগরে গভীর সমুদ্রে ট্রলার ডুবে ৪ জেলে নিখোঁজ Jul 27, 2025
img
ম্যাচিওর একটি ইলেকশন চায় জামায়াতে ইসলামী : ড. শফিকুল ইসলাম মাসুদ Jul 27, 2025