“চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রবিবার (২৭ জুলাই) এক প্রতিবাদলিপিতে জানানো হয়, সংবাদটি সর্বৈব মিথ্যা এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা প্রতিনিধির কোনো অস্তিত্ব নেই। কেউ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কোনো অপরাধে জড়িত থাকলে, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। এর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংযোগ নেই।
এতে আরও বলা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে একইসঙ্গে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়। ভবিষ্যতে এমন সংবাদ প্রচারের আগে যাচাই-বাছাই করে আরও সতর্ক হতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, রাজধানীর গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর মধ্যে অন্যতম হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ।
এমকে/টিএ