রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ আছে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। একমাত্র আইসিসির ইভেন্ট ছাড়া এই দুই দলকে মুখোমুখি হতে দেখা যায় না এক যুগেরও বেশি সময় ধরে। তা ছাড়া পাকিস্তানের বিপক্ষে খেলতে বরাবরই দ্বিমুখী আচরণ করতে দেখা যায় ভারতকে। ভারতের এমন দ্বিমুখী আচরণের এবার তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ কানেরিয়া লিখেছেন, কেন ভারত গত সপ্তাহে দেশপ্রেমের কথা বলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে সরে এসেছিল, তবে এখন কেন আসন্ন এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের মুখোমুখি হতে রাজি হয়েছে।
এক্স-এ কানেরিয়া লেখেন, ‘ভারতের খেলোয়াড়রা ডব্লিউসিএল (ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস) বয়কট করে এটিকে জাতীয় দায়িত্ব বলেছিলেন। কিন্তু এখন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলায় কোনো আপত্তি নেই? যদি পাকিস্তানের বিপক্ষে খেলা ঠিক হয়, তাহলে ডব্লিউসিএল-এ খেলাও ঠিক হতো। নিজের সুবিধামতো দেশপ্রেম ব্যবহার বন্ধ করুন। খেলাধুলাকে খেলাধুলাই থাকতে দিন, প্রচার নয়।’
গত শনিবার (২৬ জুলাই) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি নিশ্চিত করেন, ২০২৫ সালের এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের খেলায় ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। গেল বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির বার্ষিক সাধারণ সভা। সেখানে অনলাইনে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা। তার সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছে। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ফরম্যাটে।
ইউটি/এসএন