সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। লম্বা সময় ধরে লড়াই করছেন চোটের সঙ্গে। চোট কাটিয়ে ফিরলেও আবারো অল্প সময়ের মধ্যেই চোটে পড়ে যাচ্ছেন। এমনকি ম্যাচ খেলার সুযোগ পেলেও আগের মতো আর পারফর্ম করতে পারছেন না।
শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন করে শুরু করতে চেয়েছিলেন নেইমার। স্বপ্ন ছিল এখান থেকেই ক্যারিয়ারের শেষ করার। তবে সেই স্বপ্নের পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। চলতি মৌসুমে ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসের হয়ে খেলেছেন মাত্র ৭ ম্যাচ।
চোট ও ফিটনেসের সমস্যায় বেশিরভাগ ম্যাচেই নেইমারকে দলে পায়নি সান্তোস। আর নেইমারবিহীন সান্তোসও ছন্দে নেই, ১৭ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে দলটির অবনমন হয়েছে। তবে চলতি মৌসুমে এখনো ২১টি ম্যাচ বাকি রয়েছে সান্তোসের।
আগামী আগস্ট মাসে ৫টি ম্যাচ খেলবে সান্তোস। এই ম্যাচগুলোতে নেইমারকে পেতে চাইবে দল। তবে কত ম্যাচ খেলতে পারেন এই তারকা তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে! আর মাঠে নামলেও বেশিরভাগ ম্যাচেই সেরাটা দিতে পারেননি নেইমার।
চলতি মৌসুমে এই লিগে সান্তোসের হয়ে ৭ ম্যাচে করেছেন মাত্র এক গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে (পাওলিস্তা চ্যাম্পিয়নশিপসহ) ১৫ ম্যাচে তার গোল ৪টি, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট।
এমআর