জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে বাংলাদেশে যে বৈষম্য রয়েছে। সমধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার, মর্যাদা আমরা সেটা নিশ্চিত করতে পারিনি। কিন্তু তরুণরা গণ-অভ্যুত্থানে নেমেছে, এবার একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে। আমরা চাই সেই বাংলাদেশ এবার তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।
রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ ছাড়াও তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে বলেন, ‘তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয়, সব বয়সের মানুষ রয়েছে। নারী, পুরুষসহ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন।
রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি, বর্ণ, সবার সঙ্গে থাকব, ন্যায়বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।
এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ সোমবার সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বেলা ১১টায় শহরের গেটপাড় এলাকা থেকে পদযাত্রা করে ফৌজদারী মোড়ে পথসভা করার কথা রয়েছে।
এমআর