বিশ্বতারকা রাম চরণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেড্ডি’ অবশেষে শুরু করতে চলেছে তাদের সঙ্গীত প্রকাশনা। চলতি আগস্ট মাসে শুভ ভিনায়ক চতুর্থী উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটির প্রথম গান। উত্সবমুখর এই দিনে গানটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতারা।
‘উপ্পেনা’ খ্যাত পরিচালক বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমা নিয়ে ইতোমধ্যেই সিনে মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাম চরণ ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
ছবিতে রাম চরণের বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এছাড়াও অভিনয় করেছেন দক্ষ অভিনয়শিল্পী শিবরাজকুমার, জগপতি বাবু এবং দিব্যেন্দু শর্মা। ছবিটির ঘরানা অ্যাকশন-ড্রামা হলেও এতে থাকবে প্রবল আবেগঘন গল্প এবং মানবিক টানাপোড়েন।
সবচেয়ে বড় চমক হচ্ছে, ছবির সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ. আর. রহমান। ইতিমধ্যেই ছবির সাউন্ডট্র্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী।
প্রযোজনা করেছে মৈথ্রী মুভি মেকার্স, ঋদ্ধি সিনেমাস ও সুকুমার রাইটিংস। নির্মাতারা জানিয়েছেন, ২৭ মার্চ ২০২৬-এ ‘পেড্ডি’ ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে তার আগে গান প্রকাশের মধ্য দিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়াতে চাইছেন তারা।
‘পেড্ডি’ হতে চলেছে রাম চরণের আরেকটি গণমুখী হিট ছবি, এমনটাই আশাবাদ নির্মাতাদের।
এমআর