ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল নামক স্থানে সড়ক দুঘর্টনায় একজন নিহত ও ৮ জন আহত হয়েছে। আহতদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইফতেখার হোসেন জানান। নিহত ব্যক্তির পরিচয় পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল নামক স্থানে দ্রুতগতির একটি যাত্রীবাহী মাইক্রোবাস রাস্তার পাশে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রীরা সবাই আহত হন। স্থানীয়রা পুলিশের সহযোগিতায় আহতদেরকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।
রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টায় ফেনীর ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের লালপোল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- নোয়াখালী কবিরহাটের মো. সিরাজের ছেলে মো. ইব্রাহীম (২৫), নোয়াখালী মাইজদীর পূর্ব সোলাকিয়ার কামাল উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), লক্ষীপুর রামগতির আজাদনগর এলাকার মো. হাসেমের ছেলে শাকিল (২৪) ও সৈয়দনগর এলাকার আবুল কাশেমের ছেলে আমজাদ হোসেন (৩৫), সীতাকুন্ড উপজেলার ফকিরহাটের ইস্কান্দার মিয়ার ছেলে মাহফুজুর রহমান (৩১), ফেনী সদর উপজেলার ধলিয়ার মো. আলমগীর হোসেনের ছেলে মো. হাছান (২০), পরশুরাম উপজেলার সালিপাথর এলাকার শহিদ উল্ল্যার ছেলে ওহিদুল ইসলাম (১৪), ফেনীর সোনাগাজী সোনাপুর এলাকার রসুল আহম্মদের ছেলে মুজাহিদ হোসেন (৪০)।
ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী মহিপাল থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে ফেনীর লালপোল নামক স্থানে দুঘর্টনার কবলে পড়ে। এ সময় মাক্রোবাসটি দ্রুতগতি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সঙ্গে লেগে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ৯ জন গুরুতর আহত হয়।
স্থানীয়দের সহয়োগিতায় আহতদেরকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান অপর ৮ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। তবে তার ঠিকানা সংগ্রহের কাজ চলছে।
এমআর