২০২৫ সালের দ্বিতীয়ার্ধ হতে যাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমার ভক্তদের জন্য এক উৎসবমুখর সময়। বছরের প্রথমার্ধেই যেখানে ছিল একের পর এক হিট ছবি, সেখানে বছরের শেষভাগে আসছে আরও বড় বাজেটের, বৈচিত্র্যময় ঘরানার এবং তারকাখচিত একের পর এক সিনেমা।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রজনীকান্ত। বহু প্রতীক্ষিত তার নতুন ছবি ‘কুলি’, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বিপুল উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে, কীর্তি সুরেশ আসছেন ব্যতিক্রমধর্মী অ্যাকশন-কমেডি ছবিতে, নাম ‘রিভলভার রীটা’। এই ছবিতে কীর্তিকে দেখা যাবে এক অনন্য রূপে।
জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ হাজির হচ্ছেন গ্যাংস্টারধর্মী ছবি ‘ওজি’ নিয়ে, যা হতে চলেছে একটি ধ্বংসাত্মক প্রতিশোধের গল্প।
প্যান-ইন্ডিয়া তারকা প্রভাস দুইটি ভিন্নধর্মী ছবিতে অভিনয় করছেন, একটি লোককাহিনী ও ভৌতিক গল্পের মিশেল ‘দ্য রাজা সাব’, অপরটি পুরোদস্তুর অ্যাকশন ছবি ‘স্পিরিট’।
রিশব শেট্টি নিয়ে আসছেন ‘কান্তারা’র অতিপ্রাকৃত জগৎকে ঘিরে একটি আধ্যাত্মিক প্রিক্যুয়েল, ‘কান্তারা: চ্যাপ্টার ১’, যেখানে তিনি অনুসন্ধান করবেন দেইভ বা লোকাচারিক ঐতিহ্যের উৎস।
মোহনলাল হাজির হচ্ছেন দুটি আলাদা ঘরানার সিনেমা নিয়ে, পারিবারিক আবেগময় নাটক ‘হৃদয়পূর্ণম’, এবং ফ্যান্টাসি অ্যাকশন ছবি ‘ভৃষভ’।
অপরদিকে ধনুশ এবার শুধু অভিনয়ই নয়, পরিচালনাতেও হাত দিচ্ছেন। তার নতুন রহস্যময় ছবি ‘ইডলি কডাই’ ইতোমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে দর্শক মহলে।
সব মিলিয়ে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ হতে যাচ্ছে ঘরানাভেদে সমৃদ্ধ, তারকাখচিত ও বৈচিত্র্যময় সিনেমার এক মহোৎসব।
এমআর