বলিউডে আরও এক মহাকাব্যিক চমকের অপেক্ষা। ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘কাল্কি ২৮৯৮ এ.ডি’-এর পর এবার আসছে ‘রামায়ণ’। ভিএফএক্স জগতের বিশিষ্ট নির্মাতা ও প্রযোজক নামিত মালহোত্রা সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, রামায়ণ চলচ্চিত্রটি সম্পূর্ণ ভিন্ন মাত্রায় তৈরি হচ্ছে এবং এটি ভারতীয় সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নামিত মালহোত্রা বলেন, “ব্রহ্মাস্ত্র এবং কাল্কি প্রজেক্ট হিসেবে বিশাল হলেও রামায়ণ একেবারেই অন্য রকম কিছু। এর পরিসর, দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিগত ব্যবহার সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাওয়া হয়েছে।” তার এই মন্তব্য বলিউড অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।
সূত্র জানায়, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রধান চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। চলচ্চিত্রটি শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনি নয়, বরং আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল এফেক্টসের মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা দিতে প্রস্তুত।
শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, ‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের ও উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। একদিকে ধর্মীয় ও সংস্কৃতিক ঐতিহ্যের উপস্থাপন, অন্যদিকে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে নির্মিত হচ্ছে এই মহাগল্প।
নামিত মালহোত্রা যেভাবে বলিউডে ভিএফএক্স বিপ্লব এনেছেন, তা এই ছবির মাধ্যমেও আরও একধাপ এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় পুরাণ ও বিশ্বমানের প্রযুক্তির মেলবন্ধনে ‘রামায়ণ’ শুধু ভারতের নয়, আন্তর্জাতিক দর্শকদের মনও জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এই প্রজেক্টকে ঘিরে ইতোমধ্যে দর্শক মহলে আগ্রহ ও কৌতূহল চরমে। বলিউডে প্রযুক্তি এবং কনটেন্টের এই যুগান্তকারী সম্মিলন আগামী দিনের ভারতীয় চলচ্চিত্রের রূপরেখাই বদলে দিতে পারে।
এমআর