গভীর সমুদ্রে মাছ ধরে ফিরে আসার সময় ট্রলার ডুবে লক্ষ্মীপুরের কমলনগরের ৪ জেলে নিখোঁজ হয়েছেন।
ট্রলার থেকে উদ্ধার হওয়া নবীর হোসেন বলেন, গত রবিবার (২০ জুলাই) গভীর সমুদ্রে মাছ শিকার করতে যান মাঝি ও মহাজনসহ ১৭ জন জেলে।
গত (২৫ জুলাই) শুক্রবার সকালে ফিরে আসার পথে মহেশখালীর পশ্চিমে গ্যাস পাম্পের দক্ষিণে সাগরের মাত্রাতিরিক্ত ঢেউয়ের স্রোতে ট্রলার উল্টে ডুবে যায়। এতে তারা ট্রলারসহ ১৭ জনই পানিতে পড়ে যান। পরে ১৩ জনকে বিভিন্ন মাধ্যমে উদ্ধার করা হলেও ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. সোহেল মাঝি (২৫), মো. কামাল মাঝি (৪০), দিদার হোসেন (৩৫), মো. সেলিম মাঝি (৫০)। নিখোঁজ সবাই কমলনগরের বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।
নবীর হোসেন আরও বলেন, সাগরে অতিরিক্ত ঢেউয়ের আঘাতে তাদের ট্রলার ভেঙে যায়। এতে তারা বিভিন্ন মাধ্যমে উদ্ধার হলেও সবাই অসুস্থ হয়ে পড়েন। ট্রলারের মালিক রুবেল মহাজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা কে কোথায় কেমন আছেন তা জানা নেই। উদ্ধার হওয়া ১৩ জন জেলে চট্টগ্রামে আশ্রয় নিয়ে পরে বাড়িতে ফিরে আসেন।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গভীর সমুদ্রে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জনের নামে কোনো সাধারণ ডায়েরি এখনও হয়নি।
পিএ/ এসএন