আগামী ২ আগস্টের (শনিবার) মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না হলে ৩ আগস্ট (রবিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ রবিবার (২৭ জুলাই) রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শনিবার বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিশেষ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।
সভায় অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এ সময় সমগ্র বাংলাদেশ থেকে ট্যাংকলরি মালিক ও পেট্রাল পাম্প মালিকরা উপস্থিত ছিলেন বলেও জানানো হয়। ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—
১) সকল ট্যাংকলরির ইকনোমিক লাইফ সাধারণ বাস, ট্রাক ও কভার্ডভ্যানের ন্যায় ২৫ বছর নির্ধারণ বাতিল করে বাস্তব ভিত্তিতে করতে হবে। কারণ ট্যাংকলরি শুধু জ্বালানি পরিবহন করে থাকে যা ওয়ানওয়ে সার্ভিস, ফলে অন্যান্য গাড়ির সঙ্গে ট্যাংকলরির তুলনা অবাস্তব।
২) ট্যাংকলরি যেহেতু একাধিক জেলা অতিক্রম করে জ্বালানি তেল সরবরাহ করে তাই সারা বাংলাদেশে চলাচলের রুট পারমিট প্রদান করতে হবে।
৩) যেহেতু ট্যাংকলরি সম্পূর্ণ সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাড়ায় চলাচল করে ফলে বাণিজ্যিক গাড়ির মতো ইচ্ছামাফিক ভাড়া গ্রহণের সুযোগ নেই। সেহেতু অন্যান্য বাণিজ্যিক গাড়ির মত হঠাৎ করে আয়কর ১৫ হাজার থেকে ৩০ হাজার করার গেজেট বাতিল করতে হবে।
৪) ট্যাংকলরি চালকদের দীর্ঘদিনের হালকা ড্রাইভিং লাইসেন্স যোগ্যতার ভিত্তিতে হেভি লাইসেন্স দ্রুত প্রদান করতে হবে।
৫) ট্যাংকলরির চালকদের হাইওয়ে ও জেলা পুলিশের কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ করতে হবে। ৬) একই সঙ্গে পেট্রল পাম্প এবং ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অমীমাংসিত দাবিগুলো দ্রুত সমাধান করতে হবে।
ইউটি/এসএন