দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওইনডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুল মারা গেছেন।
এদিকে সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক র্দীঘ পোস্ট করেছেন রাতুলকে নিয়ে। যেখানে উল্লেখ করেছেন যে, ‘তিনি শুধু একজন মিউজিশিয়ান, প্রোডিউসার, গায়ক বা ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন এক কথায় এক জিনিয়াস।’
পোস্ট করে রায়েফ আল হাসান রাফা লিখেছেন, ‘হাজার হাজার মানুষ মিলেও যা করতে পারত না, তুমি একাই করে দেখিয়েছ ভাই। অনেক বছর ধরে তোমাকে চিনতে পেরেছিলাম এটা আমার সৌভাগ্য। তবু এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি আর নেই।’
‘যারা তাকে চেনেন না তাদের বলি তিনি শুধু একজন মিউজিশিয়ান, প্রোডিউসার, গায়ক বা ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন এক কথায় এক জিনিয়াস। এই দেশের ইতিহাসে অন্যতম সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার — এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
রাফার কথায়, ‘এই অসহনীয় সময়ে আমি প্রার্থনা করি, তার পরিবার যেন কিছুটা হলেও শক্তি খুঁজে পায়।আর তুমি যেন জানো, তুমি আমাদের সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। বিদায় রাতুল, তোমাকে খুব মিস করব। হয়তো আবার দেখা হবে কোনো একদিন।’
সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘হঠাৎ রাতুলের মৃত্যুসংবাদ শুনে আমি স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ও ওন্ড ব্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। আমাদের সংগীতাঙ্গন থেকে একটি আলো হারিয়ে গেলে। তাঁর পরিবার, বন্ধুদের জন্য প্রার্থনা রইল।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি রবিউল ইসলাম জীবন এক পোস্ট জানিয়েছেন, ‘চিত্রনায়ক জসীমের ছেলে, ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, ড্রামার, বেজিস্ট, সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। কয়েক বছর আগে একটা কাজে কল দিয়েছিলেন তাকে।’
‘দেখাও হওয়ার কথা ছিল! সেই দেখা আর হয়নি। মোবাইলে দেখলাম নম্বরটা এখনও সেভ করা। কিন্তু মানুষটা চলে গেলো! রাতুলের বাবা জসীম অল্প হায়াৎ পেয়েছিলেন। রাতুল পেলেন তারচেয়েও অনেক কম। আহা! ওপারে শান্তিতে থাকুন হে গান মানুষ।’
বেসিস্ট আহমেদ রাসেল পোস্টে উল্লেখ করেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এ.কে রাতুল ভাই ২০১৩ সালে আমার প্রথম গান ‘সত্য নয়’-এর সাউন্ড ডিজাইন করেছিলেন। তিনি ছিলেন সবচেয়ে মেধাবী, মাটির মানুষ এবং বিনয়ী একজন ব্যক্তি যাকে আমি কখনও দেখেছি। বিশ্রামে থাকুন ভাই। আশা করি আল্লাহ আপনাকে আরও ভালো একটি জায়গায় রাখবেন।’
প্রসঙ্গত, নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করেছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে।
এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ছিলেন ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার।
এসএন