বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হব। এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। কখনো মন্দির পাহারা দিতে হবে না।

তিনি বলেন, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা—সবাই নির্বিঘ্নে নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবেন। আমরা প্রত্যেকটি ধর্ম, জাতি এবং ধর্মীয় যে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা সেটার পক্ষে কথা বলছি।

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, রাত ৮টার দিকে শেরপুরে পথসভা শেষ করে জামালপুরে এসে হযরত শাহ জামাল (রা.)-এর মাজার জিয়ারত করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, প্রায় ৩০০ বছর থেকে এই মন্দির কার্যকরি স্থান হয়ে রয়েছে। এটি কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আসলে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে। আমরা মন্দির পরিদর্শনে এসেছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে কমিটমেন্ট, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য এবং বাংলাদেশের সব নাগরিকদের জন্য আমরা একটি বৈষম্যহীন, সব নাগরিকের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রত্যেকটা মানুষ নাগরিক অধিকার ও সমান মর্যাদা পাবে, কোনো বৈষম্য থাকবে না। সবাই সমান হিসেবে বিবেচিত হবে, আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি।

স্বাধীনতা-পরবর্তী সময়ে বৈষম্য নিয়ে তিনি বলেন, আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার, মর্যাদা—আমরা সেটা নিশ্চিত করতে পারিনি। কিন্তু তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, এবার একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে।

আমরা চাই সেই বাংলাদেশ এবার আমরা তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।

সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে এনসিপি নেতা বলেন, তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয়, সব বয়সের মানুষ রয়েছে।

নারী, পুরুষসহ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন। রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি, বর্ণ, সবার সঙ্গে থাকব, ন্যায়বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনসিপির রাতের কার্যক্রমে হরিজন পল্লীতে মতবিনিময় ও চামড়া গুদাম মাদরাসা পরিদর্শন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।

উল্লেখ্য, আগামীকাল ২৮ জুলাই সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বেলা ১১টায় শহরের গেটপাড় এলাকা থেকে পদযাত্রা করে ফৌজদারী মোড়ে পথসভা করবে দলটি।

আগামীকালের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এমআর  

Share this news on:

সর্বশেষ

img
নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে যাচ্ছে সিরিয়া Jul 28, 2025
img
জেনে নিন দেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার বাজারদর Jul 28, 2025
img
স্বামীর পরকীয়ার প্রমাণ পুলিশের হাতে তুলে দিলেন অভিনেত্রী রিয়া Jul 28, 2025
img
বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইইউ, রফতানি পণ্যে থাকবে ১৫ শতাংশ শুল্ক Jul 28, 2025
img
ফাইনালে ইয়র্কার না করে ইতিহাস গড়লেন হেনরি Jul 28, 2025
img
মাইলস্টোন ঘটনায় সরকারের ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন Jul 28, 2025
img
টাইব্রেকারে স্পেনের স্বপ্ন ভেঙে উল্লাসে মাতে ইংল্যান্ড Jul 28, 2025
img
ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের Jul 28, 2025
img
ঢাকায় ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা Jul 28, 2025
img
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামে নিহত ১ Jul 28, 2025
img
আওয়ামী লীগের মতো নির্মম দল পৃথিবীর ইতিহাসে নেই : হাফিজ উদ্দিন Jul 28, 2025
img
বিশ্বকাপকে সামনে রেখে নান্নুর গুরুত্বপূর্ণ পরামর্শ Jul 28, 2025
img
বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার Jul 28, 2025
img
প্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধে নতুন রেকর্ড Jul 28, 2025
কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি স্থগিত Jul 28, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 28, 2025
কেন থামছে না থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ- ভূখণ্ড নাকি ভূরাজনীতির চাল Jul 28, 2025
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Jul 28, 2025
সিনেমা না চললেই নায়িকাদের দোষ, শ্রুতি হাসানের কন্ঠে ক্ষোভ Jul 28, 2025
img
‘তোমরা যা করেছ…’, মা ও শাশুড়ির সঙ্গে ছবি পোস্ট করে কী বার্তা দিলেন কাজল? Jul 28, 2025