প্রাক মৌসুম প্রীতি ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে তারা হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। জোড়া গোল করেছেন ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেস। আর ওয়েস্ট হ্যামের হয়ে একমাত্র গোলটি করেছেন জ্যারোড বউয়েন।
মৌসুম শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে ইউরোপিয়ান ক্লাবগুলো। বেশ খানিকটা সময় এখনো বাকি নতুন মৌসুম শুরু হতে।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের গেলো মৌসুমটা কেটেছে অপ্রত্যাশিত। নতুন মৌসুমে সেই ভুলগুলো শুধরে নিতে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট দেখায় রেড ডেভিলরা। যদিও বল দখল কিংবা পজিশনে এগিয়ে ছিল ওয়েস্ট হ্যাম।ম্যাচের শুরুতেই লিড পায় রুবেন আমোরিমের দল। ৫ মিনিটেই পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেস।
এরপর প্রথমার্ধের বাকি সময়টা চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোন দল। তবে ম্যান ইউনাইটেড আক্রমণে গেছে বেশ কয়েকবার। কখনো ফিনিশিংয়ের অভাবে আবর কখনো প্রতিপক্ষ রক্ষণে পরাস্ত হয়েছে আক্রমণগুলো।
দ্বিতীয়ার্ধের শুরুতে লিড দ্বিগুণ করে রেড ডেভিলরা। এবারো স্কোরার ব্রুনো ফার্নান্দেস। জোড়া গোল পূর্ণ করেন পর্তুগিজ তারকা। ২-০তে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
গোল হজম করে অবশ্য কিছুটা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে ওয়েস্ট হ্যাম। সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করে তারা। অবশ্য ফলাফলও পায়। ৬৩ মিনিটে ব্যবধান কমায় ওয়েস্ট হ্যাম। গোল করেন জ্যারোড বউয়েন। ব্যবধান হয় ২-১।
সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় ওয়েস্ট হ্যাম। তবে শেষ পর্যন্ত আর কোন গোলের দেখা পায়নি তারা। সুযোগ তৈরি করলেও গোল পায়নি ম্যান ইউনাইটেডও। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রুবেন আমোরিমের শিষ্যরা।
এমআর