ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সমান ড্র করল ভারত

জাদেজার দিকে দিনের ১৫ ওভার বাকি থাকতে হাত বাড়িয়ে দিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু হাত মেলাননি জাদেজা। সেঞ্চুরি করে তবেই হাত মেলানোর সিদ্ধান্ত নেন তিনি। একইসঙ্গে নিশ্চিত করেন দলের ড্র। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারানো ভারতের কাছে এই ড্র জয়ের চেয়ে কোনো অংশেই কম নয়।

ম্যানচেস্টার টেস্টের শেষ দিনটা ছিল নাটকীয়তায় ভরা। পঞ্চম দিনের পুরোটাই ব্যাট করে ভারত। চতুর্থ দিন ৩১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই দুই ব্যাটারকে হারিয়েছিল দলটি।

তখন মনে হচ্ছিল, এই টেস্টে হয়তো শেষ হাসিটা হাসবে ইংল্যান্ডই। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে পাল্টা প্রতিরোধ গড়েন শুভমান গিল ও কেএল রাহুল। শেষ দিনে ওয়াশিংটন সুন্দর ও জাদেজার সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে সিরিজের চতুর্থ টেস্ট ড্র করেছে টিম ইন্ডিয়া।

২ উইকেটে ১৭৪ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ভারত। কেএল রাহুল ও শুভমান গিলের ১৮৮ রানের জুটিতে হারের শঙ্কা থেকে দূর করে দলটি। ১০ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে রাহুল সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি।

রাহুল না পারলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক গিল। ১০৩ রান করে জোফরা আর্চারের বলে স্মিথের ক্যাচ হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক। তখন ভারত পিছিয়ে ৮৯ রানে। ফলে ইংল্যান্ড আবার ম্যাচে ফেরার আভাস দেয়।



তবে এরপর আর কোনো অঘটন ঘটেনি। সুন্দরকে নিয়ে পুরো দিনটাই পার করেন অভিজ্ঞ জাদেজা। দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ পর্যন্ত সুন্দর ১০১ ও জাদেজা ১০৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড সফরে এ নিয়ে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন জাদেজা। এর আগে ১৯৬৬ সালে করা স্যার গ্যারি সোবার্সের পর জাদেজাই প্রথম এই কীর্তি গড়লেন।

এছাড়া ভিভিএস লক্ষ্মণের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক সিরিজে ৬ কিংবা তার নিচে ব্যাটিংয়ে নেমে পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন জাদেজা। যদিও তার সেঞ্চুরির আগে ঘটে অন্যরকম ঘটনা, যা সিরিজের আকর্ষণ আরো বাড়াচ্ছে এটা নিশ্চিত। ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে রবীন্দ্র জাদেজা তখন সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে। আরেক প্রান্তে থাকা ওয়াশিংটন সুন্দরের দরকার ২০ রান।

সে সময় দিনের ১৫ ওভার খেলা বাকি ছিল। জয়ের সম্ভাবনা না থাকায় এ সময় ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ওয়াশিংটন ও জাদেজার সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান। কিন্তু ক্রিজে থাকা দুই ব্যাটারের কেউই স্টোকসের সঙ্গে হাত মেলাননি।

এরপর আম্পায়ারের কাছে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান ইংলিশ অধিনায়ক। জাদেজার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টাও করেছেন স্টোকস। তবে তাতেও কোনো কাজ হয়নি। এরপর দ্রুতই সেঞ্চুরি পূরণ করেন দুই ব্যাটার জাদেজা ও ওয়াশিংটন। অবশ্য দুজনের সেঞ্চুরির পরই ড্র মেনে নেয় শুভমান গিলের দল।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ওভালে। জাদেজা-স্টোকসের হাত না মেলানোর ঘটনার পর শেষ টেস্টে দুই দলই যে সর্বশক্তি দিয়ে লড়তে চাইবে তা একপ্রকার নিশ্চিত।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
তিন ক্যাটাগরিতে ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Jul 28, 2025
img
লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক, তাকে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: শিশির মনির Jul 28, 2025
img
মাইলস্টোন ট্র্যাজেডি: ৩ জন এখনও আইসিইউতে Jul 28, 2025
img
আমির খানের বাড়িতে হঠাৎ পুলিশের ২৫ কর্মকর্তা, নেপথ্যে কী? Jul 28, 2025
img
মারধরের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তাসকিন Jul 28, 2025
img
বলিউড অভিনেতার সঙ্গে বড় পর্দায় অভিষেক, কেন লুকোচুরি তিশার? Jul 28, 2025
img
শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Jul 28, 2025
img
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, গণমাধ্যমকে ডা. জাহিদ Jul 28, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাতে যেসব বিষয়ে আলোচনা হয় Jul 28, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই: মোহাম্মদ তাহের Jul 28, 2025
img
বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে চীন থেকে আসছে বিশেষ তদন্ত দল Jul 28, 2025
img
হার থেকে দল বাঁচিয়েছ, এর গুরুত্ব শতরান দিয়ে মাপা যায় না : স্টোকস Jul 28, 2025
img
এনসিপির পথসভায় অংশ নিয়ে দল থেকে বহিষ্কার ৩ যুবলীগ নেতা Jul 28, 2025
img
আইকন প্লেয়ারের এসবে জড়ানো উচিত না, তাসকিনকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্য Jul 28, 2025
img
অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহে বিরক্ত কারিনা Jul 28, 2025
img
নির্বাচনের আগে প্রশাসনে আসবে রদবদল: উপ প্রেসসচিব Jul 28, 2025
img
৫০ বছর ধরে কোরবানি দিতে পারিনি : রিয়াদের বাবা Jul 28, 2025
বাবর দেশপ্রেমিক, তার বিরুদ্ধে অভিযোগ অগ্রহণযোগ্য: ছাত্রনেতা রাফি Jul 28, 2025
আশুলিয়ায় সিলিন্ডার ফেটে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী Jul 28, 2025
img
জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা সরকারের দায়িত্ব: রাশেদ খান Jul 28, 2025