হার থেকে দল বাঁচিয়েছ, এর গুরুত্ব শতরান দিয়ে মাপা যায় না : স্টোকস

ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে জমে উঠেছিল রুদ্ধশ্বাস নাটক। জয়ের দোরগোড়ায় পৌঁছেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইংল্যান্ডকে। তবে ম্যাচের শেষভাগে উত্তেজনার পারদ চড়ে যায় আরও, যখন ইংল্যান্ড ড্র মেনে নিতে চাইলেও ভারতীয় ব্যাটার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ক্রিজ ছাড়তে অস্বীকৃতি জানান। কারণ তখন দুজনেই ছিলেন ব্যক্তিগত শতকের একেবারে কাছাকাছি। ব্যক্তিগত মাইলফলকের সঙ্গে দলীয় কৌশলের টানাপড়েনে রঙ ছড়ায় টেস্টের শেষ ঘণ্টায়।

প্রথম ইনিংসে দ্রুত দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর লোকেশ রাহুল ও শুভমান গিল মিলে গড়েন ৬০ ওভারের বড় জুটি, চতুর্থ দিনের খেলা চলাকালীন যা কিছুটা স্থিতি এনে দেয়।

কিন্তু সেই জুটি চতুর্থ দিনের প্রথম সেশনেই ভেঙে গেলে ম্যাচ আবার ইংল্যান্ডের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর পরিস্থিতি পাল্টে দেন জাদেজা ও ওয়াশিংটন। দু’জন মিলে ২০০'র বেশি রানের জুটি গড়ে পুরো দুই সেশন ব্যাট করেন এবং ইংল্যান্ডের জয় প্রায় অসম্ভব করে তোলেন।



জাদেজা তখন ব্যাট করছিলেন ৮৯ রানে, ওয়াশিংটনের সংগ্রহ ৮০। এমন সময় বেন স্টোকস বুঝে যান যে ম্যাচ জেতা আর সম্ভব নয়। তাই তিনি ভারতীয়দের ড্র মেনে নিতে হাত মেলানোর প্রস্তাব দেন। কিন্তু ভারতের দুই ব্যাটার তখন সেটি মানতে নারাজ।

কেননা তারা চাচ্ছিলেন নিজেদের ইনিংসের স্বীকৃতি শতরান দিয়ে পরিপূর্ণ করতে। ইংল্যান্ডের খেলোয়াড়রা বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করেন। স্টোকস তখন জাদেজাকে হ্যারি ব্রুকের মতো পার্ট টাইম বোলারের বিপক্ষে ব্যাট করতে বলেন, যাতে শতরানটা দ্রুত হয়ে যায়। অবশেষে দুজনই শতরান পূর্ণ করেন। তারপরেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। তবে শেষ বেলাতেও স্টোকসের মুখে ছিল অসন্তোষের ছাপ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এ নিয়ে মুখ খোলেন গৌতম গম্ভীর।

ভারতের প্রধান কোচ বলেন, 'যদি একজন ৯০ রানে ব্যাট করে আর আরেকজন ৮৫-তে থাকে, তাহলে কি তারা শতরান পাওয়ার যোগ্য নয়? তারা কি তখন মাঠ ছেড়ে চলে যেত? যদি ইংল্যান্ডের কোনো ব্যাটার ৯০ বা ৮৫ রানে থাকতেন, আর প্রথম টেস্ট শতরান করার সুযোগ থাকত, তাহলে কি আপনারা তাকে সেই সুযোগটা দিতেন না?'

'দেখুন, এটা সম্পূর্ণ তাদের (জাদেজা ও ওয়াশিংটন) সিদ্ধান্ত। ওরা যেভাবে খেলতে চায়, সেটাই ঠিক। আমার মতে, দুজনই শতরান পাওয়ার যোগ্য ছিল এবং তারা সেটা পেয়েছে।'

খেলা শেষে এ নিয়ে স্টোকস বলেন, 'ভারত চাপে ছিল। আমরা জেতার সুযোগ পেয়েছিলাম। কিন্তু ওদের জুটি আমাদের আটকে দিল। জাদেজা ও ওয়াশিংটন দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, কঠিন পরিস্থিতিতে ৮০-৯০ অপরাজিত থেকে দলকে বাঁচিয়ে মাঠ ছাড়ার থেকে বেশি তৃপ্তি শতরান দিতে পারে না।'

'তোমরা দলের জন্য কী করেছ দেখো। তোমরাও জানো, ১০ রান না করলে কিছু বদলে যেত না। যে কঠিন পরিস্থিতি থেকে তোমরা সিরিজ় হারের হাত থেকে দলকে বাঁচিয়েছ, তার গুরুত্ব শতরান দিয়ে মাপা যায় না।'


ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইরানের পারমাণবিক স্থাপনায় ফের হামলার হুমকি ট্রাম্পের Jul 28, 2025
যেসব খাতে সৌদিতে সীমিত হচ্ছে প্রবাসীদের কাজের সুযোগ Jul 28, 2025
মেয়েকে নিতে এসে প্রাণ গেলো মায়ের! শোকে আচ্ছন্ন সোনিয়ার পরিবার Jul 28, 2025
img
আজীবন সম্মাননায় ভূষিত রুনা লায়লা Jul 28, 2025
img
সাংবিধানিক প্রতিষ্ঠানকে নির্বাহী বিভাগের দলীয়করণ থেকে বাঁচাতে হবে : সারজিস Jul 28, 2025
img
গাজায় খাদ্য কেন্দ্র স্থাপনের ঘোষণা ট্রাম্পের Jul 28, 2025
img
হোয়াইটওয়াশ এড়াতে নামার আগেই বড় দুঃসংবাদ ওয়েস্ট ইন্ডিজ শিবিরে Jul 28, 2025
img
জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ Jul 28, 2025
img
তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি আছে : বিএনপি নেতা খোকন Jul 28, 2025
img
গণ-অভ্যুত্থানের ১৫ মামলায় পুলিশের চার্জশিট Jul 28, 2025
img
ছয় মাসে কুয়েত থেকে ফেরত পাঠানো হলো ১৯ হাজার প্রবাসী Jul 28, 2025
img
কেউ যেন রাষ্ট্রকে পকেটে ঢুকাতে না পারে: জোনায়েদ সাকি Jul 28, 2025
img
ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি, কেজিতে কেজিতে সোনা বিলানো ছিল যার নেশা Jul 28, 2025
img
৩ আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি : নাহিদ ইসলাম Jul 28, 2025
img
ব্রাজিলিয়ান ‘চ্যাম্পিয়ন’ কোচকে দলে নিল বসুন্ধরা কিংস Jul 28, 2025
img
বিজেপিতে হেরে এবার তৃণমূলে শ্রাবন্তী? Jul 28, 2025
img
ঢাকা ছেড়েছে ভারতীয় মেডিকেল টিম Jul 28, 2025
img
সবার জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি : জামায়াত Jul 28, 2025
এক মহান নবী ও এক রাণীর বিয়ের ইতিহাস | প্রতিদিনের ইসলামিক কার্টুন Jul 28, 2025
বাংলাদেশে স্টারলিংক চালু ড. ইউনূসের জন্য একটা বুমেরাং হয়ে গেছে Jul 28, 2025