ব্রাজিলিয়ান ‘চ্যাম্পিয়ন’ কোচকে দলে নিল বসুন্ধরা কিংস
মোজো ডেস্ক 09:22PM, Jul 28, 2025
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম শীর্ষ দল বসুন্ধরা কিংস গতকাল থেকে অনুশীলন শুরু করেছে। কিংসের হেড কোচ কে হচ্ছেন এ নিয়ে বেশ কৌতুহল ছিল ফুটবলাঙ্গনে। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আজ ছিল খেলোয়াড় ও কোচ নিবন্ধনের শেষ দিন। এএফসি পোর্টালে বসুন্ধরা কিংস ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের নাম দিয়েছে।
২০১৮ সাল থেকে বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ খেলছে। টানা পাঁচ আসর স্পেনিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে ছিল দলটি। অস্কার বিদায় নেয়ার পর রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে ছিল গত আসরের দায়িত্বে। তার অধীনে কিংস ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জিতলেও এএফসি চ্যালেঞ্জ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে সফল হয়নি। ফলে এবার বাধ্য হয়ে কিংস কোচ বদলেছে। কয়েক মাস খোজাখুজির পর ব্রাজিলিয়ান কোচকে চূড়ান্ত করেছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান সার্জিও চলতি মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
সার্জিও ব্রাজিলিয়ান কোচ হলেও কুয়েত, কাতার, মিশর, থাইল্যান্ড, চায়ন, সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০০৯ সালে এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে চ্যাম্পিয়ন করান। এশিয়া ছাড়াও দক্ষিণ আমেরিকাতেও তার সাফল্য রয়েছে। ব্রাজিল অ-১৭ ও ২০ দলেও কোচিং করিয়েছেন। ২০০১ সালে ব্রাজিল অ-১৭ দলকে দক্ষিণ আমেরিকান টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করানোর কৃত্তিত্ব দেখিয়েছেন। ব্রাজিলের অন্যতম ক্লাব সান্তোসের অ-২০ দলেও কোচিং করিয়েছেন সার্জিও।
বসুন্ধরা কিংস এবার কোচ নিয়োগে অনেক সময় নিয়েছে। একেবারে শেষ মুহুর্তে কোচের নাম প্রকাশ করেছে। সিভি অনুযায়ী বেশ হাইপ্রোফাইল কোচই নিয়েছে কিংস। দলবদলের বাজারে এবার খানিকটা নীরবে চলছে কিংস। ব্রাজিলিয়ান কোচের মুন্সিয়ানায় কিংস লিগ শিরোপা ও এএফসি চ্যালেঞ্জ লিগে কতটুকু সফল হয় সেটাই দেখার বিষয়।