ভারতের যুদ্ধভিত্তিক সিনেমার ইতিহাসে ‘বর্ডার’ একটি আবেগের নাম। সেই ইতিহাসে নতুন প্রাণ সঞ্চার করতে আসছে ‘বর্ডার ২’। আর এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো হাজির হচ্ছেন নতুন মুখ মেধা রানা। ‘বর্ডার ২’-এ বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাকে।
আসন্ন এই দেশাত্মবোধক চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনুরাগ সিং। মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি। এই সিনেমা শুধু আগের সিনেমার ধারাবাহিকতা নয়, বরং তার থেকেও বেশি কিছু একটি গভীর, আবেগতাড়িত, এবং বাস্তবতানির্ভর যুদ্ধগাথা।
নতুন এই অধ্যায়ে সবচেয়ে আলোচনার বিষয় মেধা রানার আগমন। সেনা পরিবারের মেয়ে হওয়ায় চরিত্রের সঙ্গে একাত্ম হতে তার খুব বেশি সময় লাগেনি। নির্মাতারা জানিয়েছেন, তার সংলাপ বলার ভঙ্গি, আবেগ প্রকাশের ক্ষমতা এবং নিষ্কলুষ অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। এককথায়, মেধার উপস্থিতি নতুন মাত্রা দেবে এই ফ্র্যাঞ্চাইজিকে।
ছবির প্রযোজক ভূষণ কুমার ও নিধি দত্ত জানিয়েছেন, ‘বর্ডার ২’-এ প্রতিটি সিদ্ধান্ত অভিনয় শিল্পী নির্বাচন থেকে শুরু করে পরিচালকের পছন্দ সবই নিয়েছেন সততা ও গল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে। তারা মনে করছেন, বাস্তবধর্মী এবং আবেগময় গল্পই আজকের দর্শক চায়।
বরুণ ধাওয়ানের উপস্থিতি ইতোমধ্যেই ছবির জন্য একটি বড় আকর্ষণ। তার সঙ্গে মেধার নতুন জুটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। নির্মাতারা আশা করছেন, এই ছবি শুধু বক্স অফিসে সফলই হবে না, বরং মানুষের হৃদয়েও জায়গা করে নেবে।
নব্বই দশকের সেই দেশপ্রেমের আগুন আবারও জ্বলে উঠবে বড় পর্দায়। নতুন প্রজন্ম পাবে এক আধুনিক, অথচ আবেগে গাঁথা যুদ্ধের গল্প। সেই গল্পে মেধা রানার মতো নতুন মুখের উপস্থিতি হতে চলেছে সিনেমার বড় চমক।
পিএ/টিএ