খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারকে চিঠি দিল বিএনপি

যুক্তরাজ্যের লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফের উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে চায় বিএনপি।

দলটির পক্ষ থেকে চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার চার সফরসঙ্গীর জন্য ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চেয়ে 'নোট ভারবাল' ইস্যু করতে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে নোট ভারবাল প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলতি মাসে বা খুব নিকট সময়ের মধ্যে সফর করবেন মর্মে দ্রুত সময়ের মধ্যে নোট ভারবাল সম্পন্ন করা হয়েছে।

ঢাকার নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, রোববার (২৭ জুলাই) বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি অতি জরুরি চিঠি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্যে গমন করা জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। নিম্নবর্ণিত কর্মকর্তা ও ব্যক্তিগত সহকারী তার সফরসঙ্গী হবেন। তাদের অনুকূলে ‘নোট ভারবাল’ ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

১. বেগম খালেদা জিয়া (পাসপোর্ট নম্বর...), ২. এ বি এম আব্দুস সাত্তার (পাসপোর্ট নম্বর...), ৩. মো. মাসুদার রহমান (পাসপোর্ট নম্বর...), ৪. ফাতেমা বেগম (পাসপোর্ট নম্বর...), ৫. রুপা সিকদার (পাসপোর্ট নম্বর...)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিএনপির চিঠি পাওয়ার পরদিনই সাবেক প্রধানমন্ত্রী এবং তার চার সফরসঙ্গীর জন্য ১০ বছরের মাল্টিপল ভিসা চেয়ে যে নোট ভারবাল চাওয়া হয়েছে, তা সম্পন্ন করা হয়েছে।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরেন। তার সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে ফেরেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সে সময় তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। পরে গত জুলাইয়ে চিকিৎসা শেষে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফেরেন।


পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ৮০ ফিলিস্তিনি Jul 29, 2025
img
ডিয়ার মা হয়ে এবার আমেরিকায় পাড়ি দিচ্ছেন জয়া Jul 29, 2025
img
মাঠের ক্রিকেটে কবে ফিরছেন, জানালেন তামিম Jul 29, 2025
img
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 29, 2025
img
ঢাকার আকাশ মেঘলা, আজও বজ্রসহ বৃষ্টির আভাস Jul 29, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কিনশাসা, ঢাকার অবস্থান ২৮তম Jul 29, 2025
img
ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের অধিকার: আন্তোনিও গুতেরেস Jul 29, 2025
img
আগামী ১১ দিন সারাদেশে পুলিশের বিশেষ সতর্কতা জারি, চলবে কড়া নজরদারি Jul 29, 2025
img
উমামা-নীলার অভিযোগের পর ভূপাতিত এনসিপি : মাসুদ কামাল Jul 29, 2025
img
পঞ্চগড়ে বেকারি-আইসক্রিম কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা Jul 29, 2025
img
হাটহাজারীতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার Jul 29, 2025
img
গোপালগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার Jul 29, 2025
img
একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না : আমীর খসরু Jul 29, 2025
img
বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি Jul 29, 2025
img
মানুষ যখন জাগবে তখন ইতিহাস বদলাবে : তাসনিম জারা Jul 29, 2025
img
নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনা জটিল হবে : এহসানুল হুদা Jul 29, 2025
img
বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করেছে চীন, বিপাকে ভারত Jul 29, 2025
img
এশিয়া কাপেও শাদাবের খেলা নিয়ে অনিশ্চয়তা Jul 29, 2025
img
সিরিজ বাঁচাতে বুমরাহকে ওভাল টেস্টেও খেলাতে পারে ভারত Jul 29, 2025
img
হবিগঞ্জে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষক লীগ নেতা আটক Jul 29, 2025