জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের দুইটি পৃথক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
রাত ৮টার দিকে অভিযান শুরু হয় ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ভাই ভাই বেকারিতে। সেখানে নোংরা পরিবেশ, কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বেলাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুযায়ী এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাহমিদুর রহমান।
পরে অভিযান চালানো হয় সোনাহার বাজারের আহনাফ আইসক্রিম কারখানায়। সেখানে দুর্গন্ধযুক্ত বরফ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহারের পাশাপাশি বৈধ কাগজপত্রের ঘাটতি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে কারখানার মালিক হেমায়েতুল ইসলাম তপুকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। জরিমানা আরোপ করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায়।
তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
অভিযান শেষে মেজর জুবায়ের হোসেন সিয়াম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি জনস্বাস্থ্য ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু দেখতে পান, তাহলে তা সেনা ক্যাম্পকে জানানোর অনুরোধ করছি।’
এদিকে এই অভিযান জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।
পিএ/টিএ