ক্যারিয়ারের সুসময় পার করছেন তমা মির্জা। কম কাজ করলেও একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন। কাজেই মজে রয়েছেন এই নায়িকা, আপাতত নেই বিয়ে-সংসারের পরিকল্পনা।
জানালেন, এখন বিয়ে নিয়ে তেমন ভাবছেন না।
আপাতত অভিনয়ই তার প্রথম ও প্রধান ভাবনা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে-সংসার প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব—এমন মানুষ এখনো পাইনি।’
এরপর বললেন, ‘জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়।
আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি—এটাও নিছক মিথ্যা হবে।প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন।
তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব।’
প্রায় দেড় দশকের ক্যারিয়ার তমা মির্জার।
শাকিব খানের ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে তার। এরপর কাজ করেছেন একাধিক সিনেমায়। তবে বছর চারেক আগে ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেন তমা।
এরপর ‘৭ নাম্বার ফ্লোর’ দিয়ে আবারও জ্বলে ওঠেন। সময় যত যাচ্ছে, ততই যেন তার অভিনয়ে নতুন আলো ফুটছে। অনেকের মতে, ‘ফ্রাইডে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সুড়ঙ্গ’, আমলনামা’ ও ‘দাগি’—এই কয়েকটি কাজেই নিজেকে প্রমাণ করেছেন, পেয়েছেন দর্শকের ভালোবাসা। মুক্তির অপেক্ষায় রয়েছে ওপার বাংলার পরিচালক অঞ্জন দত্তর পরিচালনায় ‘দুই বন্ধু’ নামে একটি সিরিজ।
এমআর/টিকে