বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের জট যখন খুলতে শুরু করেছিল, তখন স্বস্তিতে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সিবিআইয়ের রিপোর্টে বলা হয়, সুশান্ত আত্মহত্যা করেছেন, খুন হননি। এই রিপোর্ট রিয়ার বিরুদ্ধে ওঠা আত্মহত্যায় প্ররোচনা, চুরি ও প্রতারণার অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এবার এই মামলা নতুন মোড় নিয়েছে। ২৭ দিন কারাবাসের পর রিয়া জামিন পেলেও, আদালতের নির্দেশে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টের পর সেই নিষেধাজ্ঞা উঠে যায়।
সম্প্রতি আবারও আদালতের নোটিশ পেয়েছেন রিয়া, যা সুশান্তকাণ্ডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সুশান্তের মৃত্যুর পর রিয়াই তার দুই বোন প্রিয়াঙ্কা সিং ও মিতু সিং এবং চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
রিয়ার দাবি ছিল, সুশান্ত বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন এবং তার বোনেরা চিকিৎসকের তদারকি ছাড়াই সুশান্তকে ওষুধ সংগ্রহে সহায়তা করতেন। সুশান্তের বোনেরা প্রায়শই তার ওষুধ বন্ধ করে দিতেন এবং সুশান্তের মানসিক অবস্থা জানা সত্ত্বেও টেক্সট মেসেজের মাধ্যমে তার জন্য ওষুধের ব্যবস্থা করতেন।
এমনকি কিছু সময় নাকি প্রেসক্রিপশন জালের অভিযোগও এনেছিলেন রিয়া। এই অভিযোগের ভিত্তিতেই রিয়াকে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। এদিকে ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলা হলেও এই মামলা ঘিরে বিতর্ক দীর্ঘস্থায়ী হয়েছে। এখন দেখার বিষয়, রিয়ার নতুন এই অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়ার ফলাফল কী দাঁড়ায় এবং সুশান্তের মৃত্যু রহস্যে আর কোনো নতুন তথ্য উন্মোচিত হয় কিনা।
ইউটি/টিএ