জি বাংলারনতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’-এর ঘোষণা হয়েছিল এবশ কিছুদিন আগেই। এই ধারাবাহিকের ঘোষণার পরই জানা গিয়েছিল যে দুই জুটির জার্নিই তুলে ধরা হবে। জানা গিয়েছিল যে সেই দুই জুটিতে দেখা যাবে সাইনা চট্টোপাধ্যায় ও মৈনাক ঢোলকে। অন্যদিকে আরও একটি জুটি হিসাবে দেখা যাবে নন্দিনী দত্ত ও সমরাজ মাইতিকে।
এমনও শোনা গিয়েছিল যে এই ধারাবাহিক নাকি হতে চলেছে খানিকটা ‘লাপতা লেডিজ’ ছবির ধাঁচে। তাতেই যেন দর্শকমহলে কৌতূহল বেশ বেড়েছিল। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে লাপতা লেডিজ ছবির ছোঁয়া রয়েছে অবশ্যই। আর তা দেখেই নেটিজেনদের ট্রোলের শিকার এই ধারাবাহিকের নতুন প্রোমো। কি এমন দেখা যাচ্ছে যে তা নিয়ে তোলপাড় নেটপাড়া?
প্রোমোতে দেখা যাচ্ছে কনে দেখা আলোয় অপেক্ষায় থাকা দুই হবু নববধূ। একজন লাজবন্তী ও অন্যজন বনলতা। নিজের জীবন শুরু করার জন্য প্রস্তুত লাজবন্তী তার একটুকরো মেয়েবেলা বাক্সবন্দি করে ঈশ্বরের উদ্দেশ্যে বলছে ‘তুমি যা করবে ভালোই করবে।’অন্যদিকে বনলতা মনেপ্রাণে চাইছে যে তার বিয়েতা যেন সেদিন ভেঙে যায়। অবশেষে বিয়ে মিটতে দুই নবদম্পতি বাড়ি ফেরার পথে পরে ডাকাতের খপ্পরে। সদ্য বিয়ে হওয়া লাজবন্তী শাড়ির আঁচল টেনে মুখ ঢাকে তা দেখে পালানোর ফন্দি এঁটে বনলতাও মুখ ঢেকে নেয়। আর এমনটা প্রোমোতে দেখে রীতিমতো ট্রোল করতে শুরু করেছে নেটিজেনরা। কেউ বলছে ‘গরীবের লাপাতা লেডিজ’। কেউ আবার বলছেন, ‘লা্তাপা লেডিজ আর নৌকাডুবি দুইই মিশিয়ে দেওয়া হয়েছে।’
এবার নজর থাকবে সিরিয়ালের আসল প্লটের দিকে। আদৌ কি সদ্য বিবাহিতা সাজপোশাকের জন্য দুই বধূর শ্বশুরবাড়ি বদল হবে? নাকি থাকছে অন্য ট্যুইস্ট? জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। কারণ চ্যানেলের পক্ষ থেকে এখনও সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। জানা গেল, এই ধারাবাহিকে নন্দিনীর বিপরীতে পাওয়া যাবে সোমরাজ মাইতিকে। অন্যদিকে সাইনার স্বামীর ভূমিকায় ‘মিঠিঝোরা’ খ্যাত মৈনাক ঢোলের অভিনয় করার কথা।
এসএন