প্রাক-মৌসুমটা ভালোই কাটছে আল নাসরের। দুই ম্যাচ খেলে দুটিতেই জয়; প্রথম ম্যাচে ৫-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল অস্ট্রিয়ার চতুর্থ সারির ক্লাব এসকে জোহানকে, আজকের প্রতিপক্ষ অবশ্য তুলনামূলকভাবে শক্তিশালীই—ফরাসি ক্লাব তুলুজ। আজও জয় তুলে নিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
অস্ট্রিয়ার ক্লাবটির বিপক্ষে রোনালদো স্কোয়াডেই ছিলেন না, আজ ছিলেন একাদশে। গোলও করেছেন পর্তুগিজ তারকা। তার ও সতীর্থ মোহাম্মদ মারানের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সৌদি লিগের দলটি। প্রাক-মৌসুমের পরের ম্যাচে তারা খেলবে আলমেরিয়ার বিপক্ষে।
জয়ে অবদান রেখে রোনালদো বললেন, ক্ষুধা কখনও কমে না। ফেসবুকে তিনি লেখেন, ‘ক্ষুধা কখনও কমে না। আরও কাজ করার বাকি, আমরা শুধু শুরু করলাম।’
তুলুজের বিপক্ষে আল নাসর খেলেছে অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায়। ২৫ মিনিটেই পিছিয়ে পড়েছিল তারা। ইয়ান বহো এগিয়ে দেন তুলুজকে। সমতায় ফিরতে বেশিক্ষণ সময় লাগেনি আল নাসরকে। দলের সবচেয়ে বড় তারকার গোলেই ব্যবধান ১-১ করে তারা। ওয়েসলে রিবেইরোর অ্যাসিস্টে রোনালদো গোলটি করেন ৩৩ মিনিটে।
প্রথমার্ধে এরপর আর কেউ গোল করতে পারেনি। ম্যাচের শেষ গোলটি হয় ৭৬ মিনিটে। নাওয়াফ বোশালের সহায়তায় জাল খুঁজে পান বদলি হিসেবে নামা মারান। তাতে জয় নিশ্চিত হয় আল নাসরের।
প্রাক-মৌসুমের শেষ ম্যাচে আলমেরিয়ার মুখোমুখি হতে যাওয়া আল নাসরের সামনে এরপর কঠিন পরীক্ষা। ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে শক্তিশালী আল ইত্তিহাদের।