শরীরচর্চা করতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জিম্মায় যেতে হলো পাঞ্জাবি গায়ক গিল মানুকে। পাঞ্জাবের মোহলির এক জিমে প্রশিক্ষকের সঙ্গে বচসা বাঁধে তাঁর। কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে গায়ক পিস্তল বের করে ভয় দেখান প্রশিক্ষককে।
২৮ জুলাই রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মোহলির সেক্টর ৮২–এর একটি জিমে। ঘটনার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, গায়ক গিল মানু একজন প্রশিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন এবং এরপর তাকে লক্ষ করে পিস্তল উঁচিয়ে তেড়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিমে অনুশীলনের বিষয়ে কোনো বিষয়ে দ্বিমত হওয়ায় শুরু হয় বাকবিতণ্ডা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জিম প্রশিক্ষক মানুকে বাইরে যেতে বলেন। তখনই ঘটে বিপত্তি ,গায়ক পকেট থেকে পিস্তল বের করে ভয় দেখান।
ঘটনার পরপরই পুলিশ এসে গায়ক ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে .৩২ বোরের দুটি পিস্তল। গিল মানুর দাবি, তাঁর পিস্তলটি বৈধ এবং প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে।
মোহলির সোহানা থানায় ইতোমধ্যে গায়ক ও তাঁর ভাইদের বিরুদ্ধে ভয় দেখানো এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি পাঞ্জাবি বিনোদন অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। একজন পরিচিত শিল্পীর এ ধরনের আচরণে হতবাক ভক্তরাও। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভিডিও ফুটেজসহ সকল প্রমাণ সংগ্রহ করে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/টিএ