বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় টানা তিন দিন বন্ধ থাকার পর ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চত করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের পরিদর্শক মো. জসিম উদ্দিন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত ছিল।
তাই গত মঙ্গলবার দুপুর থেকে নদী উত্তাল থাকায় ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-মনাপুরাসহ ভোলার ১০টি রুটে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
সতর্ক সংকেত না থাকায় শুক্রবার সকাল ১০টা থেকে ভোলার এসকল রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে।
কেএন/টিকে