ধারাবাহিক ‘রাঙা বউ’-এর পর বেশ কিছুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। চলতি বছর বড় পর্দায় অভিষেক ঘটিয়ে নিজেকে নতুনভাবে প্রমাণ করলেও, দর্শকের মনে কিন্তু তাঁর ছোটপর্দার ইমেজ এখনও অমলিন। এবার ফের সেই পরিচিত মঞ্চেই ফিরতে চলেছেন কি তিনি? টলিপাড়ায় এখন ঘুরছে ঠিক এই প্রশ্নটাই।
আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন শ্রুতি। শোনা যাচ্ছে, জি বাংলার একটি নতুন ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। যদিও কোন ধারাবাহিক, কার বিপরীতে তিনি অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে একটি সূত্রে খবর, তাঁর বিপরীতে থাকবেন জনপ্রিয় একজন অভিনেতা। যদিও বিষয়টি নিয়ে এখনও শ্রুতি বা সংশ্লিষ্ট চ্যানেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গেও। এক গণমাধ্যমে থেকে ফোন করা হলেও শ্রুতির সাড়া পাওয়া যায়নি। তবে ছোট পর্দা থেকে তাঁর দূরে সরে যাওয়ার কোনও ইচ্ছা যে নেই, তা আগেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় আত্মপ্রকাশ করেন শ্রুতি দাস। এরপর ‘দেশের মাটি’ ও ‘রাঙা বউ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নেন তিনি। সম্প্রতি উইনডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় কাজ করে বড় পর্দায়ও প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর উপস্থিতি নজর কেড়েছে।
বড়পর্দা আর ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করলেও, ছোটপর্দার প্রতি শ্রুতির টান বরাবরই ছিল প্রবল। তাই এবার নতুন ধারাবাহিক নিয়ে তাঁর ফেরার গুঞ্জন যে ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
এখন দেখার বিষয়, কোন নতুন গল্পে, কাদের সঙ্গে অভিনয় করে পর্দায় ফিরছেন শ্রুতি দাস।
এমকে/টিএ