শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার বিচারকার্যে কোনো ধরনের কার্পণ্য করবে না।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান বলেন, খুব শিগগিরই বিচার কার্যক্রম দৃশ্যমান হবে, সংস্কারের কাজও এগিয়ে চলছে। আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সংস্কার চুক্তি করতে, যার পরই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাব। সারা দেশের মানুষ এই সময়টির দিকে, জাতীয় ঐক্যের দিকে তাকিয়ে আছে- পেছনের ফ্যাসিবাদী শাসন পেরিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আশায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের মুক্তি এনে দিয়েছে। যে স্বপ্ন নিয়ে আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছে, সে স্বপ্নগুলো সম্পূর্ণ পূরণ হয়েছে বলে আমি মনে করি না। আমাদের জুলাইয়ের পর একটা শুভসূচনা হয়েছে এটা সত্য, কিন্তু বৈচিত্র্যের নামে যে বিভাজন আমরা করছি তাতে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
টিকে/