ভিন্ন এক রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে ফুটবলার কেনায় খরচ করেছেন রেকর্ড পরিমাণ অর্থ। সবশেষ জেমস ট্রাফোর্ডকে ২৭ মিলিয়ন পাউন্ড দিয়ে দলে ভেড়ানোয় পেপ গার্দিওলার খরচের পরিমাণ দাঁড়াল ২ দশমিক ২ বিলিয়ন ইউরোতে।
বার্সেলোনা থেকে শুরু করে বায়ার্ন মিউনিখ, আর এখন ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে জিতেছেন ট্রেবল। তবে এই মাস্টার মাইন্ড এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন ভিন্ন এক জায়গায়। যেখানে তিনি আছেন সবার ওপরে। সম্প্রতি জেমস ট্রাফোর্ডকে ২৭ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছেন গার্দিওলা। এরপর, ট্রান্সফার মার্কেটে তার খরচের অঙ্কটা গিয়ে ঠেকেছে ২ দশমিক ২ বিলিয়ন ইউরোতে। ফুটবল ইতিহাসে এমনটা ঘটেছে এবারই প্রথম। ২ বিলিয়ন ইউরো খরচ করা প্রথম কোচ গার্দিওলা।
প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ। গেলো মৌসুমে ব্যর্থতার পর এবার বেশ আঁটঘাট বেঁধে নেমেছেন গার্দিওলা। গড়েছেন দুর্দান্ত এক স্কোয়াড। ক্লাব বিশ্বকাপের আগেই দলে ভেড়ান রায়ান নুরি, রায়ান শেরকি ও রাইনডার্সের মতো ফুটবলারদের। এবার শক্তি বাড়ালেন গোলপোস্টে। বার্নলি থেকে দলে ভেড়ালেন জেমস ট্রাফোর্ডকে।
শুধু গার্দিওলাই নন, খেলোয়াড় কেনায় খরচে পিছিয়ে নেই অন্যরাও। এই তালিকার গার্দিওলার পরের নাম দিয়োগো সিমিওনে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই কোচ ট্রান্সফার মার্কেটে খরচ করেছেন ১ দশমিক তিন এক বিলিয়ন ইউরো। সিমিওনের পর আছেন ইতালিয়ান কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি। যিনি খরচ করেছেন ১ দশমিক দুই বিলিয়ন ইউরো।
ইংল্যান্ডের বর্তমান কোচ থমাস টুখেলও বায়ার্ন মিউনিখ ও চেলসিতে থাকাকালিন ব্যয় করেছেন রেকর্ড পরিমাণ অর্থ। ট্রান্সফার মার্কেটে যার পরিমাণ ১ দশমিক এক নয় বিলিয়ন ইউরো। বর্তমানে নাপোলি কোচ আন্তোনিও কন্তে সবচেয়ে বেশি খরচ করা কোচদের তালিকায় পাঁচ নম্বরে। ইতালিয়ান এই কোচ ফুটবলার কেনায় খরচ করেছেন ১ দশমিক এক ছয় ছয় বিলিয়ন ইউরো। অবশ্য এই হিসাব সবশেষ ১০ মৌসুমের। গেলো ২৫ বছরের হিসেব ধরলে গার্দিওলার পর যথাক্রমে থাকবেন জোসে মরিনহো-কার্লো আনচেলত্তিরা।
ইউটি/টিএ