প্রখ্যাত পরিচালক লোকেশ কানাগারাজ জানিয়েছেন, তার স্বপ্নের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’ (এলসিইউ) থালাপতি বিজয় ছাড়া কখনো পূর্ণতা পাবে না। আসন্ন রজনীকান্ত অভিনীত ছবি কুলি–র প্রচারণা অনুষ্ঠানে তিনি বলেন, “ওনাকে ছাড়া (থালাপতি বিজয়) এলসিইউ’র অস্তিত্ব নেই। যেকোনো সময়, থালাপতি বিজয় ছাড়া এলসিইউ পূর্ণ হবে না।”
২০১৯ সালে কার্তি অভিনীত কাইথি দিয়ে যাত্রা শুরু হয় এলসিইউ’র। এরপর ২০২২ সালে কামাল হাসান অভিনীত বিক্রম এবং ২০২৩ সালে বিজয়ের লিও ছবির মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির বিস্তার ঘটে। পরিকল্পনা রয়েছে আরও কিছু ছবি নিয়ে—যার মধ্যে আছে কাইথি ২, বেনজ, বিক্রম ২, লিও ২ এবং সুরিয়ার ‘রোলেক্স’ চরিত্রকে ঘিরে একটি স্পিন-অফ।
তবে থালাপতি বিজয়ের রাজনীতিতে পদার্পণের পর (২০২৬ সালে ‘জানানায়াগান’ দল গঠন) এবং চলচ্চিত্র থেকে সম্ভাব্য অবসরের গুঞ্জন এলসিইউ’র ভবিষ্যতকে কিছুটা অনিশ্চিত করে তুলেছে। লোকেশ কানাগারাজ ইঙ্গিত দেন, এলসিইউতে বিজয়ের অংশগ্রহণ সম্পূর্ণ নির্ভর করবে তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর।
এদিকে লোকেশ কানাগারাজের পরবর্তী ছবি কুলি মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট ২০২৫। ছবিতে অভিনয় করছেন রজনীকান্ত, নাগার্জুনা, উপেন্দ্র, আমির খান। সংগীত পরিচালনায় থাকছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন।
ইউটি/টিএ