‘কান্তারা’ ছবির মাধ্যমে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া ঋষভ শেঠি এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন বড় পর্দায়। ‘জয় হনুমান’–এর পর এবার তাঁর দ্বিতীয় তেলেগু ছবির ঘোষণা দিয়েছেন নির্মাতারা। নাম এখনও প্রকাশ না পাওয়া এই ছবিটির পরিচালনায় থাকছেন ‘আকাশবাণী’ খ্যাত অশ্বিন গঙ্গারাজু। প্রযোজনায় রয়েছে দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী ব্যানার সিতারা এন্টারটেইনমেন্টস।
ঘোষণা পোস্টারেই স্পষ্ট, এবারও রুক্ষ ও প্রতিকূল এক গল্প নিয়েই আসছেন ঋষভ। পোস্টারে দেখা যায়, মুখে মুখোশ, হাতে অস্ত্র নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত এক বিদ্রোহীর অবয়ব। ট্যাগলাইনে লেখা-“পুড়েছে জমি, জেগেছে এক বিদ্রোহী।” এই সংক্ষিপ্ত বার্তাই যেন দর্শকদের আগাম প্রস্তুতি দিয়ে দিচ্ছে আরেকটি গভীর ও আবেগময় সিনেমাটিক অভিজ্ঞতার জন্য।
তেলেগু ও কন্নড় ভাষায় নির্মিত এই ছবি মুক্তি পাবে আরও তিনটি ভাষায়, ফলে প্রকৃত অর্থেই এটি হতে যাচ্ছে একটি সর্বভারতীয় প্রজেক্ট। ‘কান্তারা’ যেভাবে ভিন্নধর্মী গল্প ও লোকজ উপাদানে সমৃদ্ধ হয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, নতুন ছবির ক্ষেত্রেও থাকছে তেমনি প্রত্যাশা।
ঋষভ শেঠির নির্মাণশৈলী ও অভিনয় দক্ষতা ইতিমধ্যেই তাঁকে দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় তারকায় রূপান্তরিত করেছে। নতুন এই প্রকল্প তাঁর ক্যারিয়ারে যোগ করবে আরও একটি মাইলফলক, যেখানে থাকছে উত্তেজনা, আবেগ ও প্রাচীন সংস্কৃতির ছাপ।
টিকে/