বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মোবাইলে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ জেড এম জাহিদ হোসেন বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, এ প্রসঙ্গে তিনি বলেন, এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না।
এদিকে, বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ম্যাডাম চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।
এর আগে ২৩ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়ার হয়। তবে ওই রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
প্রসঙ্গত, চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া।
ইউটি/এসএন