প্রাক মৌসুম প্রস্তুতির ম্যাচে ভিসেল কোবেকে ৩-১ গোলে হারাল বার্সেলোনা

প্রাক মৌসুম এশিয়া ট্যুরের শুরুটা দারুণ হলো বার্সেলোনার। রোববার (২৭ জুলাই) জাপানিজ চ্যাম্পিয়ন ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছে কাতালুনিয়ানরা। দুই সুপার সাবের কল্যাণে বড় জয় পেয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। অন্যদিকে, দিনের আরেক ম্যাচে নিউক্যাসেল

প্রাক মৌসুমে এশিয়া ট্যুর এখন ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য সাধারণ ঘটনা। তবে এবার জাপান আসা নিয়ে বেশ বড়সড় নাটকই হয়ে গেলো কাতালুনিয়ানদের সঙ্গে। আয়োজকরা চুক্তির শর্ত ভঙ্গ করেছে দাবি করে ট্যুরটাই বাতিল করতে চেয়েছিলেন হ্যান্সি ফ্লিক। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের একদিন আগে জাপান এসে পৌঁছায় বার্সা।

ম্যাচের আগে তাই স্বাভাবিকভাবেই জেট লেগে ভুগছিলেন সবাই। ম্যাচ শুরুর পরও যে হন্তদন্ত ভাব কাটতে সময় লেগেছে অনেকটা সময়। আর এ সুযোগে কাতালুনিয়ায়নদের ওপর ছড়ি ঘুরায় ভিসেল কোবে। কিন্তু সময় যেতেই ঘুরে দাঁড়ায় ফ্লিক শিষ্যরা।



৩৩ মিনিটে প্রথমবার এগিয়ে যায় বার্সা। কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন কোবের ডিফেন্ডাররা। জটলার ভেতর থেকে আচমকা শটে দলকে আনন্দে ভাসান এরিক গার্সিয়া। ২০২৩ সালেও ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে গোল করেছিলেন এই স্প্যানিশ রাইট ব্যাক।

গোল খেলেও হতাশ হয়নি ভিসেল কোবে। ৪২ মিনিটেই দলকে সমতায় ফেরান তাইসেই মিয়াসিরো। পাউ কুর্বাসির ভুলে গোল হজম করে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে পুরো দলের চেহারাটাই বদলে ফেলেন হ্যান্সি ফ্লিক। তুলে নেন লামিনে ইয়ামাল, রাফিনিয়া, তরেস এবং পেদ্রিকে। বার্সেলোনার ১৪ নম্বর জার্সি পড়ে মাঠে নামেন মার্কাস রাশফোর্ড। বদলে যাওয়া দলটার আক্রমণ আটকাতে হিমশিম খায় ভিসেল কোবে। ৭৭ মিনিটে সেই সুযোগে দলকে এগিয়ে দেন বার্সার নতুন রিক্রুট সুইডিশ উইঙ্গার বার্গদি।

এগিয়ে গেলেও খুব একটা স্বস্তিতে ছিলোনা বার্সেলোনা। ভিসেল কোবেও ছেড়ে কথা বলেনি একেবারে। কিন্তু হাজার চেষ্টা করেই আর গোলের সুযোগ তৈরি করতে পারছিলোনা স্প্যানিশরা। সমতায়ও ফিরতে পারেনি কোবে। শেষ পর্যন্ত ম্যাচের অন্তিম মুহূর্তে বার্সেলোনার শিবিরকে বড় জয়ের আনন্দ এনে দেন আরেক তরুণ তুর্কি ফের্নান্দেস। ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

দিনের আরেক ম্যাচ সিঙ্গাপুরে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হয় আর্সেনাল। গানারদের বেশ ভালো পরীক্ষা নিয়েছে ম্যাগপাইরা। যদিও শেষ পর্যন্ত স্বস্তির জয়ই এসেছে মিকেল আর্তেতা শিবিরে।

ম্যাচের ৬ মিনিটেই পিছিয়ে যায় আর্সেনাল। এলাঙ্গার গোলে আনন্দে ভাসে নিউক্যাসেল ইউনাইটেড। তবে, গোল খেলেও ম্যাচের রাশ ছাড়েনি গানাররা। দ্রুতই গুছিয়ে উঠে আক্রমণে যায় আর্সেনাল। ফল আসতেও বেশি দেরি হয়নি তাদের।

৩৩ মিনিটে দলকে সমতায় ফেরান মিকেল মেরিনো। আর দুই মিনিট পর অ্যালেক্স মারফির আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে, নিজেদের জালে বল পাঠানোর দুঃখবোধ থেকে মুতি পেতে নিজেই স্কোরশিটে নাম লেখান মারফি। ৫৮ মিনিটে দলকে সমতায় আনেন তিনি। তবে, ৮৪ মিনিটে পেনাল্টি পেলে, স্পট কিক থেকে দলকে জয়সূচক গোল এনে দেন ওডেগার্ড। প্রাক মৌসুমে টানা দ্বিতীয় জয় পেলো গানার শিবির।

এমআর   

Share this news on:

সর্বশেষ

img
এনসিপি জুলাই সনদে সাক্ষর করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করল নাহিদ Jul 28, 2025
img
বেতন-ভাতা পুনর্নির্ধারণে ২৩ সদস্যের কমিশন গঠন করল সরকার Jul 28, 2025
img
ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ, আসন অনুযায়ী নয়: নাহিদ ইসলাম Jul 28, 2025
img
গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী Jul 28, 2025
img
রোনালদোর চাওয়াতেই আল নাসেরে যোগ দিচ্ছেন সাবেক বার্সা তারকা Jul 28, 2025
img
আজ রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে: আলী রীয়াজ Jul 28, 2025
img
জুলাইয়ের ২৬ দিনেও রেমিট্যান্সশূন্য ৯ ব্যাংক Jul 28, 2025
img
ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সমান ড্র করল ভারত Jul 28, 2025
img
নিজের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব Jul 28, 2025
img
ম্যাচসেরা হয়েও হতাশায় স্টোকস Jul 28, 2025
img
আবু সাঈদ হত্যাসহ ৩ মামলায় ১৭ জন ট্রাইব্যুনালে হাজির Jul 28, 2025
img
এনসিএলে বিদেশি খেলোয়াড় ফেরানোর উদ্যোগে বিসিবি Jul 28, 2025
img
আজ বিশ্ব হেপাটাইটিস দিবস Jul 28, 2025
img
আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ Jul 28, 2025
img
লন্ডনে একসঙ্গে টম-অ্যানা, প্রেমের গুঞ্জন আরও জোরালো Jul 28, 2025
img
সাবেক এমপি শাম্মী কেন গ্রেপ্তার হচ্ছেন না: শিশির Jul 28, 2025
img
পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সমর্থন গাঙ্গুলির Jul 28, 2025
img
ক্ষমতা দ্রুত ছেড়ে দেওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে : আলমগীর কবির Jul 28, 2025
img
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম Jul 28, 2025
img
শান্তি আলোচনায় মালয়েশিয়া যাচ্ছেন থাই ও কম্বোডিয়ার নেতারা Jul 28, 2025