সিলেট, রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটি ভেন্যুর আবদার করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। দুই পক্ষের আলোচনা শেষে টুর্নামেন্ট কমিটির সেই চাওয়া পূরণ করছে গ্রাউন্ডস কমিটি। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টির কোনো ম্যাচ রাখা হয়নি ঢাকা ও চট্টগ্রামে। তিনটি ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিলেট, রাজশাহী ও বগুড়াকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পথচলা শুরুর আগে ২০১০ সালে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করে বিসিবি। তবে পরবর্তীতে এক যুগের বেশি সময় মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। টি-টোয়েন্টির জনপ্রিয়তা ও খেলোয়াড়দের চাহিদার কথা মাথায় রেখে ২০২৪ সালে নতুন করে এনসিএল টি-টোয়েন্টি শুরু করে দেশের ক্রিকেট বোর্ড। এনসিএল টি-টোয়েন্টির গত মৌসুমের পুরোটা হয়েছে সিলেটে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে সিলেটের গ্রাউন্ড টুতেও হয়েছে ম্যাচ। একই ভেন্যুর দুইটি মাঠে টানা খেলার হওয়ার ফলে শেষের দিকে এসে বড় রান দেখা যায়নি। যার ফলে নতুন মৌসুম ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটা ভেন্যু চেয়েছিল নান্নুর নেতৃত্বাধীন টুর্নামেন্ট কমিটি।

এ প্রসঙ্গে নান্নু নিজেই বলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল। এবার ইতোমধ্যে তিনটা ভেন্যু ঠিক করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে। সেই হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা কনফার্ম তিনটা ভেন্যুতেই হবে এনসিএল টি-টোয়েন্টি।’

টুর্নামেন্ট কমিটির প্রধানের চাওয়া মেনে নিয়েছে গ্রাউন্ডস কমিটি। এনসিএল টি-টোয়েন্টির সবগুলো ম্যাচ হবে সিলেট, রাজশাহী ও বগুড়াতে। তিন ভেন্যুর মোট চারটি মাঠে হবে ৮ দলের টুর্নামেন্টটি। ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির কথা মাথায় রেখেই কাছাকাছি ভেন্যুগুলো নির্বাচন করেছেন তারা। যার ফলে একই দিনে চারটি করে ম্যাচ হবে।

এ প্রসঙ্গে বিসিবির সূত্রটি বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টির জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের কাছে তিনটি ভেন্যু চাওয়া হয়েছে। আমরা নানান দিক বিবেচনা করে তিনটি ভেন্যুর অনুমোদন দিয়েছি। গতবারের মতো এবারও সিলেটে খেলা হবে। সিলেটের সঙ্গে রাজশাহী ও বগুড়াও যুক্ত করা হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে একই সঙ্গে চারটি মাঠে চারটি ম্যাচ আয়োজন করা।’

বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হয়নি। যতটুকু জানা গেছে বিসিবি থেকে অনুমোদন পেলে আগামী কিছুদিনের মধ্যে সূচি প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, টানা দুইদিন খেলা হওয়ার পর একদিন রেস্ট ডে রাখা হবে।

এমআর  

Share this news on:

সর্বশেষ

img
ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই: মোহাম্মদ তাহের Jul 28, 2025
img
বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে চীন থেকে আসছে বিশেষ তদন্ত দল Jul 28, 2025
img
হার থেকে দল বাঁচিয়েছ, এর গুরুত্ব শতরান দিয়ে মাপা যায় না : স্টোকস Jul 28, 2025
img
এনসিপির পথসভায় অংশ নিয়ে দল থেকে বহিষ্কার ৩ যুবলীগ নেতা Jul 28, 2025
img
আইকন প্লেয়ারের এসবে জড়ানো উচিত না, তাসকিনকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্য Jul 28, 2025
img
অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহে বিরক্ত কারিনা Jul 28, 2025
img
নির্বাচনের আগে প্রশাসনে আসবে রদবদল: উপ প্রেসসচিব Jul 28, 2025
img
৫০ বছর ধরে কোরবানি দিতে পারিনি : রিয়াদের বাবা Jul 28, 2025
বাবর দেশপ্রেমিক, তার বিরুদ্ধে অভিযোগ অগ্রহণযোগ্য: ছাত্রনেতা রাফি Jul 28, 2025
আশুলিয়ায় সিলিন্ডার ফেটে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী Jul 28, 2025
img
জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা সরকারের দায়িত্ব: রাশেদ খান Jul 28, 2025
img
বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন জসীমপুত্র রাতুল Jul 28, 2025
img
৪ দিন বন্ধ থাকার পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল স্বাভাবিক Jul 28, 2025
নবী যাবের (রাঃ) এর অলৌকিক কাহিনি | প্রতিদিনের ইসলামিক কার্টুন Jul 28, 2025
বারবার ভুল করতে থাকলে এক সময় সেটা অভ্যাস হয়ে যায়, সালমানকে সেলিম খান Jul 28, 2025
img
রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিলেন প্রধান বিচারপতি Jul 28, 2025
এনসিপি ত্যাগের ঘোষণা দিলেন নীলা ইস্রাফিল Jul 28, 2025
ডেটা সেন্টার এখন সমুদ্রের তলায়! চীনের প্রযুক্তি বিপ্লব Jul 28, 2025
img
আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : স্বাস্থ্য উপদেষ্টা Jul 28, 2025
img
অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ ইসলাম Jul 28, 2025