বরিশালে মাদকাসক্ত ছেলের ধারাল অস্ত্রের আঘাতে বাবা খুন হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বরাকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহ আলম খান (৬৫)। পারিবারিক কলহের জের ধরে শাহ আলম খান তার ছেলে শাহারিয়ার শিমুল (৩৫) ধারাল অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, মাদকাসক্ত হওয়ার কারণে শাহারিয়ার শিমুলের সঙ্গে তার বাবা শাহ আলম খানের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। রবিবার সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় শাহ আলম খানের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার পর স্থানীয়রা শাহারিয়ার শিমুলকে পুলিশের হাতে তুলে দেয়।
প্রতিবেশী শামসুল হক বলেন, ছেলেকে মাদক থেকে ফেরাতে বাবা বহু চেষ্টা করেছিল। এ নিয়ে বাবার সঙ্গে ছেলের প্রায়ই ঝামেলা হতো। আর মাদক কিনতে বাবার কাছে প্রায় মোটা অংকের টাকা দাবি করত ছেলে। রবিবার এ নিয়ে ঝামেলা হওয়ার একপর্যায়ে ছেলে দা দিয়ে কোপ দিয়ে বাবাকে হত্যা করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, ঘটনার পরপরই শিমুলকে গ্রেপ্তার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএন/টিকে