মাইলস্টোন ঘটনায় সরকারের ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশন বিমান বিধ্বস্তের কারণ, দায়দায়িত্ব, ক্ষয়ক্ষতির মাত্রা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চিহ্নিত করবে এবং আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান। অন্য সদস্যরা হলেন- বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মন্ত্রণালয় কর্তৃক মনোনীত), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মন্ত্রণালয় কর্তৃক মনোনীত) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মন্ত্রণালয় কর্তৃক মনোনীত), ঢাকার বিভাগীয় কমিশনার, নগর–পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান ও আইনজীবী আশরাফ আলী।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কমিশনের কার্যপরিধি সম্পর্কে বলা হয়, কমিশন ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার কারণ ও দায়দায়িত্ব উদ্‌ঘাটন করবে; এই ঘটনায় স্কুলের ছাত্র, শিক্ষক ও অন্যান্য ব্যক্তির জীবনহানি ও গুরুতর আহত হওয়ার বিষয়সহ সব ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা–সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চিহ্নিত করবে।

কমিশনের কার্যপরিধিতে যা রয়েছে:
কার্যপরিধিতে রয়েছে বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও অপরাপর স্থাপনা নির্মাণ এবং ফ্লাইং জোনের অবস্থানগত সঠিকতা ও নিরাপদ পরিচালন বিষয়ে সংশ্লিষ্ট আইনগত ও প্রশাসনিক বিষয়গুলো পরীক্ষা করা; দুর্ঘটনা প্রতিরোধ, প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, ফ্লাইং জোনে ভবন নির্মাণ ও ভয়াবহ দুর্ঘটনার ক্ষেত্রে জরুরি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপারিশ প্রদান করা; এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ প্রদান করা এবং এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট যে কোনো কার্যসম্পাদন।

কার্যপরিধিতে আরও রয়েছে, তদন্ত কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন এবং যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে; কমিশন, দ্য কমিশনস অব ইনকোয়াইরি অ্যাক্ট, ১৯৫৬ অনুসারে তদন্তের কাজ শেষ করে এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে চার সপ্তাহের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
যেসব খাতে সৌদিতে সীমিত হচ্ছে প্রবাসীদের কাজের সুযোগ Jul 28, 2025
img
শেখ হাসিনাই কি এখন মোদি প্রশাসনের জন্য এক বিব্রতকর নাম? Jul 28, 2025
img
কৌশলে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো Jul 28, 2025
img
নারী ভক্তের দেয়া ৭২ কোটি রুপির সম্পত্তি ফেরত দিলেন সঞ্জয় দত্ত Jul 28, 2025
img
আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে: হাসনাত Jul 28, 2025
যে কাজ আপনার সব আমল নষ্ট করে দেয় | ইসলামিক জ্ঞান Jul 28, 2025
নরেন্দ্র মোদির সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Jul 28, 2025
চুক্তি ছাড়াই শুল্কের মুখে বাংলাদেশ, অনড় ট্রাম্প প্রশাসন Jul 28, 2025
img
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল Jul 28, 2025
সরকারের দায়িত্ব অথচ স্বাস্থ্যখাতে ব্যয় করছে জনগণ: আমীর খসরু Jul 28, 2025
img
নিজেকে সঠিক প্রমাণ করতে নির্মাতাদের গর্ভপাতের রিপোর্ট দেখাতে হয় স্মৃতিকে Jul 28, 2025
img
সাবেক সিইসি হুদা কমিশনের বিরুদ্ধে ৭ কোটি টাকা লোপাটের অভিযোগ, তদন্তে দুদক Jul 28, 2025
img
চোরের দল রেখে দেশের সব কমিটি বাদ দেওয়া হয়েছে : আবদুন নূর তুষার Jul 28, 2025
img
উত্তরায় আবারও শুটিং শুরু হচ্ছে শর্তসাপেক্ষে! Jul 28, 2025
img
শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না, এমন ব্যবস্থা চাই: নাহিদ Jul 28, 2025
img
১০০ কোটির সাম্রাজ্য, ব্যবসায়ও সফল কৃতি স্যানন Jul 28, 2025
img
নীলা ইস্রাফিল এনসিপির কেউ নয় : আখতার Jul 28, 2025
img
আমি হলে পুরো ১৫ ওভার মাঠে রাখতাম ইংল্যান্ডকে:গাভাস্কার Jul 28, 2025
img
বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধিতে রপ্তানি বৈচিত্র্যকরণ অপরিহার্য : সারা কুক Jul 28, 2025
img
ঢাকার আশুলিয়া থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার Jul 28, 2025