বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। অল্প সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পর্দায়। জায়গা করে নিয়েছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে। তবে অভিনয়ের মঞ্চ পেরিয়ে তিনি এখন একাধারে অভিনেত্রী, উদ্যোক্তা আর প্রযোজকও।
অনেকেই হয়তো জানেন না, ১০০ কোটির বেশি মূল্যের ব্যবসা সাম্রাজ্যের অধিকারী এই অভিনেত্রী।
কৃতির প্রথম পরিচয় ছিল মডেল হিসেবে। গ্ল্যামারের সঙ্গে ঘনিষ্ঠতা তখনই হয়েছিল। পরে সিনেমা জগতে পা রেখেও এই গ্ল্যামার আর ত্বকের যত্নের প্রতি ভালোবাসা ভুলে থাকেননি।
নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২৩ সালে ‘হাইফেন’ নামে একটি স্কিনকেয়ার ব্র্যান্ড চালু করেন। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোভিডের সময়ই ত্বকের যত্নের গুরুত্ব বুঝেছিলেন তিনি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুসারে, কৃতির ‘হাইফেন’-এর যাত্রা ছিল ঝড়ের গতিতে। পেপ টেকনোলোজিস-এর সঙ্গে জোটবেঁধে তৈরি হওয়া এই ব্র্যান্ড প্রথম বছরেই ১০০ কোটির বাজারমূল্য ছুঁয়েছে! ফোর্বস-এর তথ্য বলছে, এখন এটি ক্যাটরিনা কাইফের ‘কে বিউটি’ কিংবা মীরা রাজপুতের ‘আকিন্দ’-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে তুলনা করা হয় কৃতির হাইফেনকে।
ত্বকের যত্নের পাশাপাশি নিজের ফিটনেস অভিজ্ঞতাকেও ব্যবসায় রূপ দিয়েছেন কৃতি। ‘মিমি’ সিনেমার জন্য ওজন বাড়ানো আর কমানোর চ্যালেঞ্জ থেকেই তার মাথায় আসে ফিটনেস ভেঞ্চারের ধারণা। ২০২২ সালে চালু করেন ‘দ্য ট্রাইব’। মুম্বাইয়ের জুহুতে প্রথম শাখা খোলার পর ২০২৪ সালে বান্দ্রাতেও নতুন স্টুডিও চালু করেন তিনি। এখান থেকে প্রতি মাসেই আসে মোটা অঙ্কের আয়।
অভিনয়ের বাইরে গল্প বলার ঝোঁকও দমিয়ে রাখতে পারেননি কৃতি। ২০২৩ সালে চালু করেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ব্লু বাটারফ্লাই ফিল্ম’। এখান থেকেই ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘দো পাত্তি’, যেখানে অভিনয় করেছিলেন কাজল। সিনেমাটি সমালোচক মহলে ভালোই প্রশংসা কুড়িয়েছে।
অভিনেত্রী আর উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার ফলে কৃতির জীবনযাপনও কম রাজকীয় নয়। মানিকন্ট্রোল-এর তথ্য বলছে, তিনি এখন মুম্বাইয়ের বান্দ্রার এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন, যার মাসিক ভাড়া ১৭ লাখ রুপি! বছরে এ খাতে তার খরচই প্রায় ২ কোটি। এ বিল্ডিংয়ে তার প্রতিবেশী কে এল রাহুল আর জাভেদ জাফরির মতো তারকারা। এছাড়া জিকিউ-এর এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালে কৃতি আলীবাগে ২ হাজার বর্গফুটের একটি জমিও কিনেছেন, যার দাম প্রায় ২ কোটি রুপি। সেখানে একই প্রকল্পে অমিতাভ বচ্চনও বিশাল জমি কিনেছেন।
সবমিলিয়ে বলা যায়, বলিউডের বাইরের মেয়ে কৃতি শ্যানন আজ নিজের দমে গড়ে তুলেছেন এক গ্ল্যামার আর বুদ্ধিমত্তার মিলিত রাজ্য। ব্যবসার পাশাপাশি এই মুহূর্তে কৃতির সিনেমার ব্যস্ততাও কম নয়। হাতে আছে ১২টি সিনেমা, যার মধ্যে দুটি চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে।
এসএন