আবু সাঈদ হত্যা মামলায় আসামিপক্ষের শুনানি কাল

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এ মামলার সুনির্দিষ্ট অভিযোগসহ বিস্তারিত তুলে ধরেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হয়।

এদিন সকাল ১০টার পর কারাগার থেকে এ মামলায় গ্রেপ্তার এএসআই আমির হোসেনসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

অন্য আসামিরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

এর আগে, ২২ জুলাই এ মামলায় বেরোবির সাবেক ভিসি, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনারসহ পলাতক ২৪ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম।

সাংবাদিকদের সেদিন প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এ মামলায় ৩০ আসামির মধ্যে এখনও ২৪ জন পলাতক। তাদের বিরুদ্ধে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে আদালতে হাজির না হওয়ায় পলাতক হিসেবেই এসব আসামির বিচারকাজ চলবে। আর গ্রেপ্তার ছয়জনের দুজন এখনও আইনজীবী নিয়োগ দেননি। তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন।

এছাড়া পলাতক ২৪ জনের পক্ষে সরকারি খরচে চারজন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। অর্থাৎ ছয়জনের জন্য একজন করে আইনজীবী লড়বেন।

এর আগে, ১৩ জুলাই এ ঘটনার সঙ্গে জড়িত অন্য মামলায় গ্রেপ্তার রাসেল ও পারভেজকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে পলাতক ২৪ জনকে গ্রেপ্তারের মাধ্যমে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।

গত ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এছাড়া পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে ২৪ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এ ঘটনায় মোট ৩০ জনকে আসামি করা হয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয়— সৃজিতকে নিয়ে বললেন সুস্মিতা Jul 28, 2025
img
প্রধান উপদেষ্টাকে সৌদিতে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ Jul 28, 2025
img
গাজা সত্যিকারের ক্ষুধা সংকটে ভুগছে : ট্রাম্প Jul 28, 2025
img
জুলাই সনদের খসড়া সব দলের কাছে পাঠানো হয়েছে: আলী রীয়াজ Jul 28, 2025
৪ বছর ধরে গৃহবন্দী, সৎ মা-বাবার নির্যাতনে মেধাবী মেয়েটি এখন মানসিক ভারসাম্যহীন Jul 28, 2025
img
বলিউড ডেবিউতেই ইতিহাস গড়ছেন এনটিআর Jul 28, 2025
img
বলিউডে ‘ওয়ার ২’ মানেই পারিশ্রমিকের নতুন রেকর্ড Jul 28, 2025
img
'টাইগার-৩' ও পাঠানকে পেছনে ফেলল 'ওয়ার-২' Jul 28, 2025
img
নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আওয়ামী লীগ: রাশেদ খাঁন Jul 28, 2025
বন্ধুকে মারধরের অভিযোগ, পুরোটাই অস্বীকার করলেন তাসকিন Jul 28, 2025
শেখ হাসিনাই কি এখন মোদি প্রশাসনের জন্য এক বিব্রতকর নাম? Jul 28, 2025
সংঘাতের সময় খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম, তবে সেই সুযোগ পাইনি Jul 28, 2025
img
'সাইয়ারা' কুইন এবার আসছে কোর্টরুমের শক্তিশালী কিশোরীর ভূমিকায় Jul 28, 2025
img
জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন দুলকার Jul 28, 2025
img
ভয়াবহ বন্যার মধ্যে চীনে ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১০ Jul 28, 2025
img
আহত শিশুদের সেবায় সবাই দিনরাত পরিশ্রম করছেন : স্বাস্থ্য উপদেষ্টা Jul 28, 2025
img
গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানে বাধা নেই: দুদক Jul 28, 2025
img
এক বছরে রেকর্ড ৪ বিলিয়ন ডলার ঋণ শোধ সরকারের Jul 28, 2025
img
ফ্র্যাঞ্চাইজি সিনেমায় অজয়ের দাপট Jul 28, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি-জামায়াত: ড. আলী রীয়াজ Jul 28, 2025