বাংলাদেশে ক্রিকেট ব্যাট তৈরির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে এমকেএস স্পোর্টস। ২০২৩ সালের মার্চ-এপ্রিলের দিকে দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এটি। এই উদ্যোগের পেছনে রয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ। তাদের সঙ্গে ব্যাট নির্মাণের কারিগরি সহযোগী হিসেবে আছেন হুসাইন মোহাম্মদ আফতাব শাহিন, যিনি নিজে একজন দক্ষ ব্যাট কারিগর। খেলোয়াড়ি অভিজ্ঞতা আর কারিগরি দক্ষতার সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট অঙ্গনে।
এরপর আন্তর্জাতিক পর্যায়েও এই প্রতিষ্ঠানের ব্যাট নিয়ে খেলতে দেখা গেছে বিভিন্ন ক্রিকেটারকে। মিরাজ থেকে শুরু করে শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন এই ব্যাট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন অনেকদিন।
এবার এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক। এই ক্রিকেটারের জনপ্রিয়তাকেই এবার কাজে লাগিয়ে বিশ্ব দরবারে পৌঁছাতে চায় বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।
সাকিবের সঙ্গে এমকেএসের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। এর আগে বাংলাদেশের যুব দলের ক্রিকেটারদের ব্যাট উপহার দিয়ে আলোচনায় এসেছিল মিরাজ-ইমরুলের এমকেএস।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকায় রওনা দেয়া ১৫ ক্রিকেটারের আট জন ব্যাটের স্পন্সর হিসেবে পাশে দাঁড়িয়েছিল প্রতিষ্ঠানটি। বছরে ৪টি ব্যাট ৬ জোড়া গ্লাভস আর ২ জোড়া প্যাড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।
ইউটি/এসএন