ফাইভ-জি নিয়ে কিছু অজানা তথ্য

বাংলাদেশে কিছুদিন আগেই চালু হয়েছে মোবাইলের ফোর-জি ইন্টারনেট সুবিধা। কিন্তু বিশ্বে এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভ-জি নিয়ে।

ধারণা করা হচ্ছে, ২০২৩ সাল নাগাদ বিশ্বব্যাপী ফাইভ-জি গ্রাহক এক বিলিয়ন ছাড়িয়ে যাবে। এটি গ্রাহককে শুধু দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বরং চালকবিহীন গাড়ি, ড্রোন, ইন্টারনেট অব থিংসসহ নানা প্রযুক্তিও এগিয়ে যাবে এর সুবাদে। বলা হচ্ছে, ফাইভ-জি বিশ্বব্যাপী বহু মানুষের জীবনে পরিবর্তন আনবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে চালু হয়েছে উচ্চগতি সম্পন্ন পঞ্চম প্রজন্মের মুঠোফোন নেটওয়ার্ক ফাইভ-জি। তবে নতুন এই নেটওয়ার্ক যত বিস্তৃত হচ্ছে, তা সম্পর্কে মানুষের মনে তত ভুল ধারণার জন্ম নিচ্ছে। এ নিয়ে মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন।

ফাইভ-জি কতটা নিরাপদ?
প্রচলিত একটি ধারণা হলো- ফাইভ-জি’র বেতার তরঙ্গের তেজস্ক্রিয়তা নিরাপদ নয়, এটি মানব দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আর এই দুশ্চিন্তা একেবারেই অমূলক নয়। ২০১১ সালে প্রকাশিত বিশ্বস্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে সেলফোনের তেজস্ক্রিয়তা “মানবদেহের সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী” হিসেবে বলে উল্লেখ করেছিল।

২০১৬ সালে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এক গবেষণায় ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে বেতার তরঙ্গের তেজস্ক্রিয়তা ও ক্যান্সারের মধ্যে সম্পর্ক দেখিয়েছিল। যদিও ক্যান্সার ও সেলফোনের সম্পর্ক অনেক সময় অতি রঞ্জিত করা হয়।

এবিষয়ে শতভাগ নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। কারণ অনেকে একে নিরাপদ বলেও মনে করেন। ছয় বছর গবেষণার পর এফসিসি পরিচালক অজিত পাই সেলফোনসহ যেসব ফোনে ফাইভ-জি রয়েছে সেগুলিকে নিরাপদ বলে মন্তব্য করেছেন।

ফাইভ-জি কি ফোর-জি প্রযুক্তিকে অচল করে দেবে?
ফাইভ-জি ইন্টারনেট ব্যবহার করতে ফাইভ-জি ফোন প্রয়োজন পড়বে। তার মানে এই নয় যে, নতুন ফোন ছাড়া আপনি কোনো সুবিধাই পাবেন না। বরং পরবর্তী প্রজন্মের ফাইভ-জি পুরোদমে প্রচলন হয়ে গেলে যে কেউ ফোর-জি কিংবা থ্রি-জি ফোনেও দ্রুতগতির এই ইন্টারনেট সেবা পেতে পারেন।

এছাড়া ফাইভ-জি প্রযুক্তি সম্পূর্ণরূপে ফোর-জি প্রযুক্তিকে অচল করে দেবে না, যেমনটা ফোর-জি প্রচলনের পর থ্রি-জির ক্ষেত্রে হয়েছিল।

ফাইভ-জি কি আনলিমিটেড প্ল্যান কিনতে বাধ্য করবে?
খুব সম্ভবত হ্যাঁ। যুক্তরাষ্ট্রের ভ্যারিজন কোম্পানির ৪টি ফাইভ-জি আনলিমিটেড প্ল্যান রয়েছে। এর মধ্যে তিনটিতে মাসে মাত্র ১০ ডলার অতিরিক্ত খরচা করেই মাসজুড়ে উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন দেশে ফোর-জি ইন্টারনেটেরও আনলিমিটেড প্ল্যান প্রচলিত আছে। যেমন, ভারতের জিও ফোনে মাত্র ১৪৯ রুপি খরচা করে সারা মাস আনলিমিটেড ইন্টারনেট সেবা পাওয়া যায়। সুতরাং ধারণা করা যায় যে, নতুন এই ইন্টারনেট সেবার প্ল্যানগুলি হবে আনলিমিটেড।

ফাইভ-জি কি সত্যিকার অর্থেই দূর থেকে সার্জারি এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণে সহায়তা করবে?
২০১৯ সালে সিএনইটি এর সিনিয়র রিপোর্টার শারা তিবকেন ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করে দূর থেকে বিশ্বের প্রথম সরাসরি সার্জারি প্রত্যক্ষ করেছেন। এসময় একজন ডাক্তার অন্য অবস্থান থেকে সার্জনের সঙ্গে পরামর্শ করছিলেন। তাই, এবিষয়ে সন্দেহ নেই যে ফাইভ-জি স্বাস্থ্য সেবায় বিপ্লব আনতে চলেছে।

এছাড়াও স্বয়ংক্রিয় গাড়ী এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি দূর থেকে নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে ফাইভ-জি প্রযুক্তির দ্রুতগতির ইন্টারনেট অনেক বেশি সহায়ক হবে বলেই মনে করা হয়।

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
সিলেটের কোম্পানীগঞ্জের ইউএনও পদে আবারও রদবদল Aug 19, 2025
img
দুবাই পুলিশের হাতে ৮ ঘণ্টার মধ্যে ২৫ মিলিয়ন ডলারের হীরা উদ্ধার Aug 19, 2025
img
ভাতা পাওয়ার ক্ষেত্রে নিজের নামে নিবন্ধিত সিম বাধ্যতামূলক Aug 19, 2025
img
প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Aug 19, 2025
img
নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু Aug 19, 2025
img
ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, কারা আছেন কারা নেই Aug 19, 2025
img
মৎস্যসম্পদ নিরূপণে বাংলাদেশি জলসীমায় নামছে নরওয়ের গবেষণা জাহাজ Aug 19, 2025
img
লাস ভেগাসে জাস্টিন বিবার সেজে মঞ্চে উঠে বিপাকে যুবক Aug 19, 2025
img
গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্তের সাগর পাড়ি দিয়েছে বিএনপি : নার্গিস বেগম Aug 19, 2025
img
সজীব ভূঁইয়ার আগ্রহে ৫১ লাখের স্টেডিয়াম প্রকল্প ১৪ কোটিতে, সংবাদের প্রতিবাদ মন্ত্রণালয়ের Aug 19, 2025
img
শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন Aug 19, 2025
img
দেশি মাছের বৈচিত্র্য রক্ষায় জলাশয় সংরক্ষণে কাজ করে যাব : মৎস্য উপদেষ্টা Aug 19, 2025
img
প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকে গেছে ভারতের এশিয়া কাপের দল ঘোষণা Aug 19, 2025
img
ডাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর ‘প্রতিরোধ পর্ষদ’ নামে প্যানেল ঘোষণা Aug 19, 2025
img
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন রাবাদা Aug 19, 2025
আমি প্রিন্স মামুন সাথে কোন সম্পর্ক গড়ে তুলতে রাজি ছিলাম না Aug 19, 2025
ডাকসু মনোনয়নের সময় বাড়ানোর ব্যাখ্যা দিলেন চীফ রিটার্নিং কর্মকর্তা Aug 19, 2025
img
জাফলংয়ে অবৈধভাবে পাথর লুট, অজ্ঞাতনামা দেড়শ জনের বিরুদ্ধে মামলা Aug 19, 2025
img
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে‌ হত্যা মামলায় যুবলীগ নেতা মনা গ্রেপ্তার Aug 19, 2025
img
ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বিসিবি সভাপতির নানা নির্দেশনা Aug 19, 2025