হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারত না: সোহান

"বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তিনটি নাম অনিবার্যভাবেই উঠে আসে—স্টিভ রোডস, রাসেল ডমিঙ্গো এবং চান্ডিকা হাথুরুসিংহে। এই তিন কোচের অধীনে বাংলাদেশের ক্রিকেট দলের গতিপথ ও পরিস্থিতি বদলে গেছে, তবে শেষ পর্যন্ত তাদের বিদায় ছিল একেবারেই বাজেভাবে। প্রত্যেকেই ছিলেন ক্রিকেটারদের বা বোর্ডের কাছে বিতর্কিত, কখনো কোমল তো কখনো কঠোর। তবে, তাদের অধীনে ছিলেন এমন একজন ক্রিকেটার, যিনি সবসময় মাঠে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন—নুরুল হাসান সোহান।"

সম্প্রতি গণমাধ্যমকে সঙ্গে আলাপকালে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন তার অন্যতম পছন্দের কোচ রাসেল ডমিঙ্গো। তাকে ১০০ এর মধ্যে ৯০ শতাংশ মার্ক দেবেন তিনি। হাথুরুসিংহের কথা বলতে গিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন এই লঙ্কান কোচকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করত না। বিশেষ করে যারা পারফর্ম করতে পারতেন না তারা কখনই তার সাপোর্ট পেতেন না এই কোচের কাছ থেকে।

এ প্রসঙ্গে সোহান বলেন, 'আমার কাছে মনে হয় রাসেল ডমিঙ্গো ১০০ এর মধ্যে ৯০% পাওয়ার মতো। কারণ তার ম্যান ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিলো। আর অবশ্যই হাতুরুসিংহের ক্ষেত্রে হয়তো তার প্ল্যান ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে কোন প্লেয়ারই তারে বিশ্বাস করতে পারতো না।'

সোহান জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এক সময়। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর মধ্যেই তার অধীনে রংপুর জিতেছে গ্লোবাল সুপার লিগের শিরোপা। সর্বশেষ জিএসএলের আসরে রংপুর হয়েছে রানার্সআপ। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে তার। তার ধারণা প্রত্যেক ক্রিকেটারকেই ভিন্ন ভিন্ন উপায়ে সামাল দেয়া উচিত কোচদের। যারা পারফর্ম করে তাদের চেয়ে যারা পারফর্ম করতে পারছেন না তাদের কোচকে বেশি প্রয়োজন। 



ব্যাখ্যা দিয়ে সোহান বলেছেন, 'যখন একটা প্লেয়ার যখন ভালো করবে, তার কিন্তু অনেক বেশি সাপোর্টের দরকার হয় না। কারণ সে এমনিই ভালো করছে। যখন একজন ক্রিকেটার খারাপ করবে, তখন তার সাপোর্টের দরকার হয়। যে সে ঐ খারাপ সময়টা থেকে কিভাবে বের হয়ে ভালো করতে পারে। কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে বাংলাদেশের হয়ে আগে খেলছে, এখন খেলছে বা ভবিষ্যতে খেলছে, সবাইরই কিন্তু কোয়ালিটি আছে এবং পারফর্ম করে, হয় ঘরোয়া বলেন বা কোথাও পারফর্ম করে আসছে। তো আপনার মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ। যে জায়গায় হাতুরুসিংহের অনেক বড় মিসিং ছিলো আমার কাছে মনে হয়।'

একটি দলকে পরিবার হিসেবে গড়ে তুলতেও কোচের বড় ভূমিকা থাকা উচিত বলে মনে করেন সোহান। এই জিনিসটারই অভাব ছিল হাথুরুসিংহের। বাজে ফর্মে থাকা ক্রিকেটাররাই মানসিকভাবে সবচেয়ে চাপে থাকেন। সেই সময় তাদের পাশে অধিনায়ক বা কোচদের থাকা উচিত বলেই বিশ্বাস সোহানের।

তিনি বলেছেন, 'কোচের প্রধান কাজটা থাকে কিন্তু পুরো দলটাকে একটা পরিবার হিসেবে গড়ে তোলা। কারণ ক্রিকেট মূলত একটি দলগত খেলা। তো আপনি দল হিসেবে যখন একসাথে থাকতে পারবেন, আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার একজন সঙ্গী আপনার খারাপ সময়ে আপনাকে সাপোর্ট করবে। এই পরিবেশটা তৈরি করলে ক্রিকেট আপনার অনেক বড় প্লেয়ারের থেকে আপনার যদি পরিবেশ এরকম থাকে বা টিম স্পিরিট থাকে, তখন দলটার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।'

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমেরিকায় জায়েদ খানের জন্মদিন পালন Jul 30, 2025
img
১০৩ ডিগ্রি জ্বর নিয়ে র‍্যাম্পে হাঁটলেন রিপা Jul 30, 2025
img
নারীকেন্দ্রিক গল্পে ঋতুপর্ণা, নাফিসা, রিয়া— অনুপ দাস ফিরছেন ‘রেখা’ নিয়ে Jul 30, 2025
img
খোলা চুলে, মিষ্টি হাসিতে ক্যানাডার রাস্তায় হিমি Jul 30, 2025
img
অমীমাংসিত বিষয়গুলো পরবর্তী পর্যায়ের জন্য ছেড়ে দিতে হবে : আব্দুস সালাম Jul 30, 2025
উজানের ঢলে ফুঁসে উঠেছে তিস্তা, আকস্মিক বন্যার আশঙ্কায় লালমনিরহাট Jul 30, 2025
img
দেশে প্রতিবন্ধিতা নিয়ে সামাজিক বাঁধা রয়েছে : শারমীন এস মুরশিদ Jul 30, 2025
ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে ভাবনায় ব্রিটেন Jul 30, 2025
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা Jul 30, 2025
img
স্মৃতি ইরানি ফিরতেই কাঁপল টিভি পর্দা, নস্ট্যালজিয়ায় ভাসছে দর্শক Jul 30, 2025
img
‘পুকি বাবা’র মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন দিশার দিদি Jul 30, 2025
img
বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় পরপর ৪ ভূমিকম্পের আঘাত Jul 30, 2025
img
ইউক্রেনের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা, নিহত ৩ Jul 30, 2025
img
৯৬ থেকে যেভাবে ৪০ কেজি ওজন কমিয়েছেন সারা আলি খান Jul 30, 2025
img
মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বাংলাদেশ Jul 30, 2025
img
অতিরিক্ত সিম বন্ধে নতুন সিদ্ধান্ত, ১ আগস্ট থেকে প্রক্রিয়া শুরু Jul 30, 2025
img
শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ : বাণিজ্য সচিব Jul 30, 2025
img
ছাত্রদের লাঠিয়াল বাহিনী হিসেবেও ব্যবহার করেছে সরকার : আজিজুল বারী Jul 30, 2025
img
স্বামীর মৃত্যুর পরে নাম বদলে নতুন বিতর্কে প্রিয়া Jul 30, 2025
img
বিএনপিসহ ৩১টি দলের নিবন্ধন বাতিল হওয়ার যোগ্য: জাপা Jul 30, 2025