দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে একজন মারা গেছে।
গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ১০৬ জন, বরিশাল বিভাগের ১০১ জন, চট্টগ্রাম বিভাগের ৬৪ জন, ঢাকা বিভাগের (মহানগরের বাইরে) ৫২ জন, রাজশাহী বিভাগের ৩৮ জন, খুলনা বিভাগের ২৬ জন, রংপুর বিভাগের পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে।
সিলেট বিভাগে কোনো রোগী পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ২০ হাজার ৩১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৭৯ জনের। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে বরিশাল বিভাগে।
এই বিভাগে রোগী সাত হাজার ৭৬৪ জন, মৃত্যু ১৬ জনের।